scorecardresearch

আপনার গোপন ফেসবুক পাসওয়ার্ড জানে ওরা

‘ক্রেবসন সিকিউরিটি’ তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০,০০০ ফেসবুক কর্মচারী সার্চ করলেই সহজেই হাতের মুঠোয় পেয়ে যান আপনার আপাত গোপন পাসওয়ার্ড।

আপনার গোপন ফেসবুক পাসওয়ার্ড জানে ওরা

৬০০ মিলিয়ান ইউজারের পাসওয়ার্ড অক্ষরে অক্ষরে উন্মুক্ত ফেসবুকের কাছে। সংস্থার কর্মচারীরা সহজেই তা দেখতে পান বলে জানিয়েছেন ফেসবুকেরই একজন কর্মচারী। ‘ক্রেবসন সিকিউরিটি’ তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০,০০০ ফেসবুক কর্মচারী সার্চ করলেই সহজেই হাতের মুঠোয় পেয়ে যান আপনার আপাত গোপন পাসওয়ার্ড।

২০১২ সালে চলা এক তদন্তের মাধ্যমে জানা গিয়েছিল, ফেসবুক সংস্থার কাছে সাধারণ অক্ষরেই রয়েছে পাসওয়ার্ড। আজও সেই তদন্ত চলছে।

ফেসবুকের ওপরে এই অভিযোগ আরোপ করা হলে, একটি ব্লগ পোস্টে তা অস্বীকার করে সংস্থা। তারা জানায়, কোম্পানির বাইরের কারো কাছে দৃশ্যমান নয় ইউজারের পাসওয়ার্ড এবং তার কর্মচারীরা এগুলির অপব্যবহার করছেন না। চলতি বছরের জানুয়ারিতে এই সমস্যার কথা ‘ক্রেবসন সিকিউরিটি’তে প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন ফেসবুক সফট্ওয়ার ইঞ্জিনিয়ার স্কট রেনফ্রো।

আরও পড়ুন: সুবিধে বাড়াতে মেসেঞ্জারে নয়া ফিচার

সংস্থা সদ্য একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, ১০০ মিলিয়ন ইউজার ফেসবুক লাইট ব্যবহার করেন, ১০ মিলিয়ন অন্যান্য অ্যাপ ব্যবহার করেন, হাজার মিলিয়ন ইনস্টাগ্রাম। কিন্তু এই তথ্য প্রকাশ্যে আসে নি যে কতজনের পাসওয়ার্ড ফাঁস হয়েছে।

ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও ফেসবুক জোর দিয়ে বলছে, যে উন্মুক্ত পাসওয়ার্ডগুলির অপব্যবহার করা হবে না। ফেসবুকের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তার জন্য দুটি স্তরে অথেন্টিকেশন করা হবে। প্রত্যেকবার লগইনের জন্য কোড ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: অ্যাপেলের দাসত্ব করতে রাজি নয় নেটফ্লিক্স

লঙ্ঘনের একাধিক তথ্য প্রকাশের পর, ফেসবুক প্ল্যাটফর্মের নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে নজরে রাখা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে বিবিসি রাশিয়ান সার্ভিস জানায়, ব্যক্তিগত চ্যাট সহ ১২০ মিলিয়ন ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস করা হয়েছে এবং ইন্টারনেটে তা চড়া দামে বিক্রি হয়েছে।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Facebook passwords of around 600 million users were stored on the companys servers in plain text