Advertisment

সাইবার ক্রাইমকে এড়িয়ে যাওয়ার সতর্কবার্তা আয়কর বিভাগের

যে মেসেজটি ফোনে আসে তা অনেকটা এরকম: ব্যবহারকারীকে ৩৪,২৫১ টাকা ফেরত দেবে আয়কর বিভাগ। যার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি লিঙ্কও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাইবার ক্রাইম বা ফিসিং স্ক্যাম থেকে বাঁচতে এবার আয়কর দপ্তরের সতর্কবার্তা। 'কর জমা দিলে একটা মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়া হবে', সম্প্রতি এরকমই ফিসিং এসএমএস ঢুকছে ফোনে। যা সম্পূর্ণ ভুয়ো। এই ধরণের জাল মেসেজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আয়কর বিভাগ।

Advertisment

যে মেসেজটি ফোনে আসে তা অনেকটা এরকম- ব্যবহারকারীকে ৩৪,২৫১ টাকা ফেরত দেবে আয়কর বিভাগ। যার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি লিঙ্কও। যা একটি বিশেষ পেজে গিয়ে খোলে। যেখানে ব্যবহারকারীকে ট্যাক্স ফেরত দেওয়ার বিবরণ সহ ক্রেডিট / ডেবিট কার্ডের বিশদ বিবরণ লেখার নির্দেশ দেওয়া হয়।

তথ্য প্রযুক্তি বিভাগ একটি টুইটার পোস্টের মাধ্যমে জানিয়েছে, "ইদানিং আয়কর বিভাগের নাম ভাঁড়িয়ে টাকা ফেরত দেওয়ার যে জাল মেসেজ আসছে, সে সব মেসেজ থেকে সাবধান থাকুন। ব্যাঙ্কের বিবরণ, ডেবিট কার্ড/সিভিভি নম্বরগুলির চাওয়া লিঙ্কে ক্লিক করবেন না। কোনোরকম ফিসিং স্ক্যামের শিকার হবেন না।"

আরও পড়ুন: এবার কলকাতা পুলিশের ঘরেই এটিএম জালিয়াতি!

ব্যবহারকারীরা মনে রাখবেন, কোনও টাকা ফেরত দেওয়ার থাকলে তার জন্য কোনও মেসেজ তথ্য প্রযুক্তি বিভাগ পাঠাবে না। এছাড়াও এসএমএস লিঙ্কের মাধ্যমে প্রেরিত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের তথ্যগুলি এড়িয়ে চলা উচিত কারণ এটি কার্ড সংক্রান্ত তথ্য চুরি করার একটি ফিশিং স্ক্যাম হতে পারে।

আরও পড়ুন: পাঁচ রাজ্যের ভোট নিয়ে রেকর্ড টুইট মোদীর

আয়কর জালিয়াতির ক্ষেত্রে সমস্যাটি গুরুতর হয়ে উঠেছে। টুইটার ব্যবহারকারী কার্তিক শ্রীনিবাসন এই মেসেজ শেয়ার করেছেন:

টুইটারে প্রকাশিত লিঙ্কের উপর ভিত্তি করে জানা যায়, ১১ ডিসেম্বর রাশিয়ার ডোমেন ব্যবহার করে বিটলি লিঙ্কটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যেই ভারত থেকে প্রায় ৪,০০০ ক্লিক করা হয়েছে।

যদি আপনি ওয়েবসাইটে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য দিয়ে থাকেন, তাহলে রাতারাতি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে আপনার কার্ডটি ব্লক করে নিন।

Read the full story in English

Income Tax
Advertisment