আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশের বিভিন্ন টোল প্লাজায় গাড়ির লাইন কমবে। সরকার ওই দিন থেকে ফাসট্যাগ কর্মসূচি চালু করতে চলেছে। পরিবহণ ও সড়ক মন্ত্রক জানিয়েছে ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ধরনের গাড়িতেই ফাসট্যাগ ইনস্টল করা আবশ্যিক। টোল প্লাজাগুলিতে দীর্ঘ লাইন এড়াতে টোল সংগ্রহ ডিজিটাইজ করার লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়েছে।
কিন্তু এখন প্রশ্ন, কীভাবে পে করবেন বা রিচার্জ করবেন?
এনইটিসি নথিভুক্ত ২৩টি ব্যাঙ্কের নির্বাচিত শাখায় ফাসট্যাগ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলির কোনও একটিতে অ্যাকাউন্ট থাকলে সহজেই ফাসট্যাগ পাওয়া যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা লিংক করার সুযোগও পাওয়া যাবে।
আরও পড়ুন: ডিসেম্বর থেকে বাড়ছে রিচার্জের দাম, কী হবে আপনার ফোনে চলতি প্ল্যানের?
এরজন্য আপনাকে ‘My FASTag’ অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপে আপনার গাড়ির যাবতীয় তথ্য নথিভুক্ত করতে হবে। অ্যাপের মধ্যে NHAI Prepaid Wallet এ গিয়ে বিভিন্ন পেমেন্ট মোড ব্যবহার করতে পারবেন। আগাম সেই মোড আপনাকে সিলেক্ট করে রাখতে হবে।
আরও সহজ উপায়ে যদি টোল দিতে চান তাহলে, Paytm> Go to More> সিলেক্ট ‘Toll & FASTag’ এর আগে ‘City Services’ ক্লিক করে নিন।
Read the full story in English