Fastest Mobile Internet Provider Countries: আমেরিকা, জাপান ও চিনকে টেক্কা, মোবাইল ইন্টারনেটে ঝড় তুলল এই তিন মুসলিম দেশ

Fastest Mobile Internet Provider Countries: ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলেছে। এখন নিমেষেই প্রায় সব কাজই হয়ে যায় মোবাইলের মাধ্যমে। মোবাইলের ইন্টারনেট স্পিড যত বেশি হবে, মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা তত ভালো হবে।

Fastest Mobile Internet Provider Countries: ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলেছে। এখন নিমেষেই প্রায় সব কাজই হয়ে যায় মোবাইলের মাধ্যমে। মোবাইলের ইন্টারনেট স্পিড যত বেশি হবে, মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা তত ভালো হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
internet speed

মোবাইল ইন্টারনেটে ঝড় তুলল এই তিন মুসলিম দেশ

Fastest Mobile Internet Provider Countries:  আমেরিকা, জাপান ও চিনকে টেক্কা, মোবাইল ইন্টারনেট গতির নিরিখে শীর্ষে তিন মুসলিম দেশ। 

Advertisment

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলেছে। এখন নিমেষেই প্রায় সব কাজই হয়ে যায় মোবাইলের মাধ্যমে। মোবাইলের ইন্টারনেট স্পিড যত বেশি হবে, মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা তত ভালো হবে। এক কথায় বলতে গেলে মোবাইল ইন্টারনেট মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। 

Redmi-এর 'বিস্ফোরণ', লঞ্চ হল Note 14 সিরিজ

অনলাইনে কাজ করা থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ফাস্ট ইন্টারনেট মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেয়। সম্প্রতি বিশ্বব্যাংক একটি রিপোর্ট সামনে এনেছে, যেখানে শীর্ষ ইন্টারনেট স্পীড প্রদানকারী  ১০টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। 

Advertisment

আসুন জেনে নেওয়া যাক  বিশ্বের ১০ টি দ্রুততম ইন্টারনেট প্রদানকারী দেশ এবং তাদের ইন্টারনেট স্পীড সম্পর্কে

শীর্ষে রয়েছে এই তিন মুসলিম দেশ

বিশ্বব্যাংকের মতে, সংযুক্ত আরব আমিরশাহী (UAE): 398.51  Mbps এর মোবাইল ইন্টারনেট স্পীডের সঙ্গে তালিকার শীর্ষে রয়েছে। কাতার 344.34 এমবিপিএস মোবাইল ইন্টারনেট স্পীড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।  কুয়েত 239.83 Mbps এর মোবাইল ইন্টারনেট স্পীডের সাথে তৃতীয় স্থানে এসেছে।

তালিকায় এই দেশগুলোর নামও রয়েছে

এর পর 141.23 Mbps মোবাইল ইন্টারনেট স্পীড নিয়ে চতুর্থ স্থানে এসেছে দক্ষিণ কোরিয়া। নেদারল্যান্ডস 133.44 Mbps মোবাইল ইন্টারনেট গতি নিয়ে পঞ্চম স্থানে এসেছে। ডেনমার্ক 130.05 Mbps গতিতে মোবাইল ইন্টারনেট গতির নিরিখে ষষ্ঠ  অবস্থানে রয়েছে। মোবাইল ইন্টারনেট গতির ক্ষেত্রে নরওয়ে 128.77 Mbps স্পীড নিয়ে এই তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে। 

122.28 Mbps স্পীডে মোবাইল ইন্টারনেটের নিরিখে অষ্টম স্থানে এসেছে সৌদি আরব। এরপর  117.64 Mbps মোবাইল ইন্টারনেট গতির নিরিখে নবম স্থানে রয়েছে বুলগেরিয়া।  অবশেষে লুক্সেমবার্গ 114.42 Mbps গতিতে মোবাইল ইন্টারনেট গতির নিরিখে দশম স্থান অধিকার করেছে। 

5G Internet