Redmi Note 14 series launched: Redmi-এর 'বিস্ফোরণ', লঞ্চ হল Note 14 সিরিজ! দুর্দান্ত ফিচারের সঙ্গে সেরা ফটোগ্রাফি

Redmi Note 14 series launched: Redmi Note 14 সিরিজের অধীনে মোট তিনটি মডেল লঞ্চ করা হয়েছে। Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+। ১৩ ডিসেম্বর থেকে এই সিরিজের মডেলগুলির বিক্রি শুরু হবে।

Redmi Note 14 series launched: Redmi Note 14 সিরিজের অধীনে মোট তিনটি মডেল লঞ্চ করা হয়েছে। Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+। ১৩ ডিসেম্বর থেকে এই সিরিজের মডেলগুলির বিক্রি শুরু হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Redmi Note 14.

ভারতে লঞ্চ হল Redmi Note 14 সিরিজ।

Redmi Note 14 series launched: ভারতে লঞ্চ হল Redmi Note 14 সিরিজ। মাত্র 18,999 টাকা থেকে শুরু হচ্ছে এই সিরিজের স্মার্টফোন। Redmi Note 14 সিরিজের অধীনে মোট তিনটি মডেল লঞ্চ করা হয়েছে।  Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+। ১৩ ডিসেম্বর  থেকে এই সিরিজের মডেলগুলির বিক্রি শুরু হবে।  

Advertisment

অবশেষে বড় ধামাকা দিল Redmi! চিনের পর এবার ভারতের বাজারে লঞ্চ হল Redmi Note 14  সিরিজ। এই সিরিজের প্রারম্ভিক দাম 18,999 টাকা। সিরিজের অধীনে মোট তিনটি মডেল লঞ্চ করেছে সংস্থা। Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+।  Redmi Note 14 Pro+ মডেলে রয়েছে Snapdragon 7s Gen 3 প্রসেসর, Note 14 এবং  Note 14 Pro-তে রয়েছে  যথাক্রমে MediaTek Dimensity 7025 Ultra এবং MediaTek Dimensity 7300 Ultra চিপসেট।

Redmi Note 14 সিরিজ: ভারতের দাম

Xiaomi তার সর্বশেষ Redmi Note সিরিজের ভারতের দাম নিশ্চিত করেছে। 

Advertisment

Redmi Note 14 Pro+: 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা।  (ICICI এবং HDFC ব্যাঙ্ক কার্ড অফার সহ), এই মডেলের আসল দাম 30,999 টাকা।

Redmi Note 14 Pro: 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের   দাম 23,999 টাকা।  আসল দাম  24,999 টাকা। 256GB স্টোরেজ মডেল ব্যাঙ্ক অফার সহ দাম 25,999 টাকা।

Redmi Note 14: 6GB + 128GB মডেলের দাম 17,999 টাকা (ICICI এবং HDFC ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট সহ), আসল দাম 18,999 টাকা।

Redmi Note 14 স্পেসিফিকেশন:

ডিসপ্লে: 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 2,100 nits পিক ব্রাইটনেস। সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রসেসর: MediaTek Dimensity 7025 Ultra চিপসেট।

ক্যামেরা: 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স, 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: 5,110mAh ব্যাটারি, 45W দ্রুত চার্জিং।

Redmi Note 14 Pro স্পেসিফিকেশন:

ডিসপ্লে: 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, Corning Gorilla Victus 2 প্রোটেকশন ।

প্রসেসর: MediaTek Dimensity 7300 Ultra চিপসেট।

ক্যামেরা: 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: 5,500mAh ব্যাটারি, 45W দ্রুত চার্জিং।

Redmi Note 14 Pro+ স্পেসিফিকেশন:

ডিসপ্লে: 6.67-ইঞ্চি 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে।

প্রসেসর: Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট।

ক্যামেরা: 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, 50-মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: 6,200mAh ব্যাটারি, 90W দ্রুত চার্জিং।

redmi