ফুটবল খেলা একটানা বসে দেখার সময় নেই, অথবা খেলার খুঁটিনাটি বিষয় নিয়ে আপনি অতটাও আপডেটেড নন। ট্রেনে বাসে সবার মুখে ফুটবল বিশ্বকাপের গল্প শুনে খেলা দেখার ইচ্ছা চাগিয়ে উঠেছে। কিন্তু আপনার মনে ধন্ধ রয়েছে, খেলাটা বুঝে উঠবেন কেমন করে? এর উত্তর হলো কদিন আগেই বাজারে আসা অ্যামাজন অ্যালেক্সা স্পিকার। FIFA World Cup 2018 বুঝে উঠতে আপনাকে উপদেশ দেবে এই ডিজিটাল অ্যাসিসট্যান্ট, সঙ্গে জানিয়ে দেবে খেলোয়াড়দের ঠিকুজিকুষ্ঠি।
এতেই শেষ নয়। তুলনামুলক আলোচনার মাধ্যমে অ্যালেক্সা ঘষামাজা করে দেবে ফুটবলের ইতিহাস। সেই তথ্যের ওপর ভর করে জানিয়ে দেবে বিশ্বকাপে জেতা হারার আগাম হিসাব। অ্য়ালেক্সার কাছে যাই প্রশ্ন রাখবেন চটজলদি তার উত্তর দিয়ে দেবে অ্যালেক্সা। তবে এই মুহুর্তে আঞ্চলিক ভাষাতে কথা বলতে পারে না সে।
আরও পড়ুন: FIFA World Cup 2018: বিশ্বকাপের নতুন সদস্য VAR, জেনে নিন এর খুঁটিনাটি
আপনার প্রশ্ন যদি হয় “Alexa, when does the World Cup start?” “Alexa, who is the best football player in the world?” তার উত্তর পেয়ে যাবেন সহজেই। জ্ঞান বাড়াতে বাড়তি প্রশ্ন করতে চাইলেও তার উত্তরও সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আপনি। যদি প্রশ্ন হয় এমন, “Alexa, tell me about the World Cup”, or “Alexa, what’s happening in the World Cup?” তাহলেও খেলার সারাংশ সহ আপনাকে হাইলাইটসও শুনিয়ে দেবে অ্যালেক্সা। “Alexa, who scored for Germany?” “Alexa, what country has won the most World Cups?” “Alexa, who will win the World Cup?” যদি হয় ফুটবল প্রেমীদের প্রশ্ন, তারও সঠিক উত্তর দিতে পারদর্শী এই ডিজিটাল অ্যাসিসট্যান্ট।
এবং শুধুই যে খেলা নিয়ে গুরুগম্ভীর আলোচনা করবে এমনটা নয়। খেলা সংক্রান্ত জোকসও মজুত আছে অ্যালেক্সার ভান্ডারে।অ্যামাজন ইকো এবং ইকো ডটের মলিকরা জানিয়েছেন অ্যালেক্সার ফুটবল ভোকাবুলারি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন তাঁরা।