Advertisment

First Solar Car Launched in Expo 2025: গাড়ি শিল্পে বিরাট চমক! সামনে এল দেশের প্রথম সৌর চালিত গাড়ি, দাম আপনার বাজেটের মধ্যেই

First Solar Car Launched in Expo 2025: গাড়ি শিল্পে বিরাট চমক! সামনে এল দেশের প্রথম সৌর চালিত গাড়ি, দাম মধ্যবিত্তের নাগালে। ইলেকট্রিক গাড়ির পর এবার সামনে এল দেশের প্রথম সৌরশক্তিচালিত গাড়ি। নয়া এই গাড়ি সামনে আনল পুনের একটি বৈদ্যুতিক যানবাহন স্টার্ট-আপ কোম্পানি।

author-image
IE Bangla Tech Desk
New Update
First Solar Car Launched in Expo 2025:

৮০ পয়সায় চলবে ১ কিলোমিটার চলবে, দাম শুরু ৩ লক্ষ টাকা থেকে, দেশে লঞ্চ হল প্রথম সৌরচালিত গাড়ি। Photograph: (ফাইল চিত্র)

Vayve Eva Solar Car : ৮০ পয়সায় চলবে ১ কিলোমিটার চলবে, দাম শুরু ৩ লক্ষ টাকা থেকে, দেশে লঞ্চ হল  প্রথম সৌরচালিত গাড়ি। 
 গাড়ি শিল্পে বিরাট চমক! ইলেকট্রিক গাড়ির পর এবার সামনে এল দেশের প্রথম সৌরশক্তিচালিত গাড়ি। নয়া এই গাড়ি সামনে আনল পুনের একটি বৈদ্যুতিক যানবাহন স্টার্ট-আপ কোম্পানি।  ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ  লঞ্চ দেশের প্রথম সৌরশক্তিচালিত গাড়ি। এই গাড়িটি মাত্র ৩.২৫ লক্ষ টাকায় লঞ্চ করা হয়েছে। 

Advertisment

সৌরশক্তিচালিত এই গাড়িটি সিঙ্গেল চার্জে চলবে দীর্ঘ   পথ! Vayve Eva তিনটি ভেরিয়েন্টে Nova, Stella এবং Vega বাজারে আনা হয়েছে। এর মধ্যে বেস ভ্যারিয়েন্টের দাম ৩.২৫ লক্ষ টাকা, স্টেলার দাম ৩.৯৯ লক্ষ টাকা এবং ভেগা ভ্যারিয়েন্টের দাম ৪.৪৯ লক্ষ টাকা।

গাড়িটিতে একটি সোলার প্যানেল ইন্সটল করা হয়েছে , যেটি গাড়ির সানরুফের জায়গায় ব্যবহার করা হয়েছে।  গাড়িটি মাত্র ৮০ পয়সায় চলবে প্রতি কিলোমিটার পথ। পাশাপাশি কোম্পানি দাবি করেছে এটি দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি।

নয়া এই গাড়ির সামনের দিকে একটি সিঙ্গেল সিট এবং পিছনের দিকে বেশ চওড়া সিট রয়েছে। এই আসনটি এতটাই প্রশস্ত যে একজন শিশু সহজেই একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে অনায়াসেই বসতে পারে। এই সোলার গাড়িতে প্যানোরামিক সানরুফ এবং রিভার্স পার্কিং ক্যামেরাও দেওয়া হয়েছে।

Advertisment

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এতে এসির সাথে অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি ব্যবস্থা রয়েছে। গাড়িটির দৈর্ঘ্য ৩০৬০ মিমি, প্রস্থ ১১৫০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি। এই সৌরচালিত গাড়িটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। পাশাপাশি রয়েছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং। গাড়িটির সর্বোচ্চ গতি এটি ৭০ কিমি/ঘন্টা।

Car Solar Power
Advertisment