/indian-express-bangla/media/media_files/2025/10/06/flipkart-amazon-smart-tv-deals-2025-10-06-18-16-33.jpg)
Flipkart-Amazon Smart TV Deals: ফ্লিপকার্ট-অ্যামাজন স্মার্ট টিভি অফার।
Flipkart-Amazon Smart TV Deals:দীপাবলির আগে শুরু হয়ে গেছে অনলাইন শপিংয়ের হইচই! ফ্লিপকার্ট এবং অ্যামাজন আবারও নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় Flipkart-Amazon Smart TV Deals যেখানে ৫৫ ইঞ্চি স্মার্ট টিভিতে মিলছে বিশাল ছাড়। যাঁরা লিভিং রুমে সিনেমা হলের অভিজ্ঞতা চান, তাঁদের জন্য এই সময়টাই সবচেয়ে ঠিকঠাক।
ফ্লিপকার্টের Big Festival Dhamaka Sale
ফ্লিপকার্টের 'Big Festival Dhamaka Sale' চলছে জোরকদমে। এই সেলে আপনি Xiaomi, Sony, LG, TCL-এর মত জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট টিভি পাচ্ছেন অবিশ্বাস্য দামে। এই মুহূর্তে ফ্লিপকার্টে Xiaomi-এর ৫৫ ইঞ্চির টিভি পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৪৯৯ টাকায়। কোম্পানি দিচ্ছে ৩৯% ফ্ল্যাট ডিসকাউন্ট। এছাড়াও এইচডিএফসি (HDFC) ব্যাংক ডেবিট কার্ড ইএমআই (EMI)-তে পাওয়া যাবে ১,৭৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়। এক্সচেঞ্জ অফারে পাওয়া যাচ্ছে ৪,৬৫০ টাকা পর্যন্ত বেনিফিট।
Sony BRAVIA 55 inch 4K Google TV
সোনির টিভির দাম সাধারণত বেশি হয়, কিন্তু এখন সেল চলায় তা নেমে এসেছে ৫৫,৯৯৯ টাকায়। কোম্পানি দিচ্ছে ৪৩% পর্যন্ত ছাড়। এছাড়াও HDFC ক্রেডিট কার্ড EMI অপশন ব্যবহার করলে ২,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। এক্সচেঞ্জ অফারে মিলবে ৭,৬০০ টাকা পর্যন্ত ছাড়। LG-এর জনপ্রিয় AI WebOS টিভি এখন ফ্লিপকার্টে মাত্র ৩৯,৪৯০ টাকায় পাওয়া যাবে। ৪০% পর্যন্ত ছাড়ের পাশাপাশি ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে ৬,০০০ টাকারও বেশি সেভ করা সম্ভব।
অন্যদিকে, অ্যামাজনেও চলছে Great Indian Festival Sale, যেখানে স্যামসাং, TCL, OnePlus সহ নানা ব্র্যান্ডের টিভিতে মিলছে দারুণ অফার। স্যামসাং-এর এই মডেল এখন মাত্র ৩৮,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। SBI ক্রেডিট কার্ডে মিলছে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় এবং EMI অপশনে আরও ১,৭৫০ টাকা পর্যন্ত সেভ করা যাচ্ছে। TCL-এর এই 4K QLED টিভি এখন অ্যামাজনে ৩৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। SBI কার্ডে ১,৭৫০ টাকা পর্যন্ত ব্যাংক অফার এবং এক্সচেঞ্জে অতিরিক্ত ডিসকাউন্ট মিলছে।
আরও পড়ুন- ৮৪ দিনের মেয়াদ, সীমাহীন ডেটা, কলিং! সারাদিন বিনামূল্যে নেটফ্লিক্স, অসাধারণ প্ল্যান চমকে দেবে
HDFC, SBI, ICICI, Axis ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে বিশেষ EMI অফার পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফারে পুরনো টিভি দিয়ে নতুন টিভি কিনলে ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। UPI বা নন-EMI পেমেন্ট করলে অতিরিক্ত ১,০০০ টাকা ক্যাশব্যাক অফারও চলছে। দীপাবলির আগে অনলাইন সেল মানেই ইলেকট্রনিক্সে বছরের সবচেয়ে বড় ছাড়। সাধারণত এই সময়ের পরে দাম আবার বাড়তে শুরু করে। তাই যদি আপনি বড় স্ক্রিন টিভি কেনার পরিকল্পনা করে থাকেন, এটাই সেরা সময়।