৮৪ দিনের মেয়াদ, সীমাহীন ডেটা, কলিং! সারাদিন বিনামূল্যে নেটফ্লিক্স, অসাধারণ প্ল্যান চমকে দেবে

ভোডাফোন আইডিয়া (Vi) সম্প্রতি তাদের ২৪৯ টাকার জনপ্রিয় প্রিপেইড প্ল্যানটি বন্ধ করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ১ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পেতেন। প্ল্যানটি বন্ধ হওয়ায় গ্রাহকরা এখন আরও ব্যয়বহুল বিকল্প প্ল্যানে যেতে বাধ্য হচ্ছেন।

ভোডাফোন আইডিয়া (Vi) সম্প্রতি তাদের ২৪৯ টাকার জনপ্রিয় প্রিপেইড প্ল্যানটি বন্ধ করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ১ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পেতেন। প্ল্যানটি বন্ধ হওয়ায় গ্রাহকরা এখন আরও ব্যয়বহুল বিকল্প প্ল্যানে যেতে বাধ্য হচ্ছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea Network Update

৮৪ দিনের মেয়াদ, সীমাহীন ডেটা, কলিং! সারাদিন বিনামূল্যে নেটফ্লিক্স, অসাধারণ প্ল্যান চমকে দেবে

৮৪ দিনের মেয়াদ, সীমাহীন ডেটা, কলিং এবং সারাদিন বিনামূল্যে নেটফ্লিক্স, এটি একটি অসাধারণ মোবাইল প্ল্যান।

Advertisment

আরও পড়ুন-লক্ষ্মীপুজোয় 'লক্ষ্মীলাভ'! বোনানজা অফারে বাজিমাত jio-এর, ১১ মাস রিচার্জ করতে হবে না

ভোডাফোন আইডিয়া (Vi) সম্প্রতি তাদের ২৪৯ টাকার জনপ্রিয় প্রিপেইড প্ল্যানটি বন্ধ করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ১ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পেতেন। প্ল্যানটি বন্ধ হওয়ায় গ্রাহকরা এখন আরও ব্যয়বহুল বিকল্প প্ল্যানে যেতে বাধ্য হচ্ছেন। তবে Vi গ্রাহকদের জন্য নতুন এবং আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেটি গ্রাহকদের আনলিমিটেড কলিং, সীমাহীন ডেটা এবং বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন অফার করে। 

Advertisment

নতুন প্রিপেইড প্ল্যানের মধ্যে ১৫৯৯ মূল্যের প্ল্যানটি উল্লেখযোগ্য। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সঙ্গে আনলিমিটেড কলিং উপভোগ করতে পারবেন। এছাড়াও, টিভি এবং মোবাইল ডিভাইসের জন্য Netflix Basic সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। যারা ৫জি ফোন ব্যবহার করছেন, তারা আনলিমিটেড ৫জি ডেটা সুবিধাও পাবে। এই প্ল্যান দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য যথেষ্ট সুবিধাজনক এবং সাশ্রয়ী।

এর পাশাপাশি, Vi ১,১৯৮ টাকার মূল্যের আরেকটি প্রিপেইড প্ল্যান অফার করছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে এসএমএস সুবিধা পাবেন। প্ল্যানটির বৈধতা ৭০ দিন। এই প্ল্যানে রাত ১২:০০ টা থেকে রাত ১২:০০ টা পর্যন্ত সীমাহীন ডেটা ব্যবহার করা যায়। এছাড়াও, এতে Netflix Basic সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত।

এই দুটি নতুন প্রিপেইড প্ল্যান Vi ব্যবহারকারীদের জন্য কার্যকর ও সুবিধাজনক বিকল্প। কোম্পানি আরও অন্যান্য প্রিপেইড প্ল্যানও অফার করছে, এই প্ল্যানগুলি গ্রাহকদের  বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে।

আরও পড়ুন- সেল সেল সেল! অবিশ্বাস্য ছাড়ে পান Apple MacBook Air 2025, ডিসকাউন্টের পরিমাণে চোখ কপালে উঠবে

vi jio