Advertisment

Flipkart Big Billion Days Sale 2024: ধুঁয়াধার অফার! পুজোর আগে দেদার ছাড়, কিনুন নামী ব্র্যান্ডের এসি, তাও জলের দামে

Flipkart Big Billion Days Sale 2024: Flipkart-এ চলছে Flipkart Big Billion Days Sale 2024 ৷ আপনি যদি এই সেল চলাকালীন একটি নতুন এয়ার কন্ডিশনার কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনি এসি মেশিনের উপর পেতে পারেন আকর্ষণীয় ছাড়ের সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
ac discount

সুপার কুলিং পাওয়ার সহ এসিতে বিরাট ছাড়

Flipkart Big Billion Days Sale 2024: যে হারে গরম বাড়ছে তাতে করে এসি আর এখন বিলাসীতা নয়, অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এখনও যদি আপনি এসি নিজের বাড়ির জন্য না কিনে থাকেন তাহলে এটাই এসি কেনার একেবারে পারফেক্ট সময়। কারণ চলছে Flipkart Big Billion Days Sale, যেখানে আপনি হাজার হাজার টাকা কমে কিনতে পারেন অত্যাধুনিক স্মার্ট এসি মেশিন। উৎসবের মরসুমে আপনি যদি একটি নতুন এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোন কোম্পানির এসিতে কত ছাড় রয়েছে।  

Advertisment

Flipkart-এ চলছে  Flipkart Big Billion Days Sale 2024 ৷ আপনি যদি এই সেল চলাকালীন একটি নতুন এয়ার কন্ডিশনার কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনি এসি মেশিনের উপর পেতে পারেন আকর্ষণীয় ছাড়ের সুযোগ। ডিসকাউন্ট ছাড়াও ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাপ পেয়ে যাবেন সেল চলাকালীন সময়ে।

দুর্দান্ত স্কুটারটি Amazon-এ খুব কম দামে পাওয়া যাচ্ছে, সম্পূর্ণ চার্জে চলবে ১৭০ কিলোমিটার

AC-তে বিরাট ছাড়

ভোল্টাস 1.5 টন 3 স্টার স্প্লিট এসি-

Voltas 1.5 টন 3 স্টার স্প্লিট AC সেল চলাকালীন পাওয়া যাবে মাত্র 32,490 টাকায়। পাশাপাশি HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন 10% ডিসকাউন্ট (1,750 টাকা পর্যন্ত)। এক্সচেঞ্জ অফারের বিষয়ে বললে, আপনি আপনার পুরানো এসি এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন 5,100 টাকা ছাড়। আপনি যদি সবকটি অফারের সুবিধা নেন তাহলে আপনি 25,000 টাকার আশেপাশে এই এসি মেশিন কিনতে পারবেন।  

গোদরেজ 5-ইন-1 কনভার্টেবল 2024 1.5 টন স্প্লিট এসি

Godrej 5-In-1 কনভার্টেবল 2024 1.5 টন স্প্লিট এসি 32,990 টাকায় Flipkart-এ পাওয়া যাচ্ছে। HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন 10% তাত্ক্ষণিক ছাড় (1,750 টাকা পর্যন্ত)। এক্সচেঞ্জ অফারে আপনার পুরানো এসি বিনিময় করলে পাবেন 5,100 টাকা ছাড়।  

প্যানাসনিক 7 ইন 1 কনভার্টেবল 1.5 টন স্প্লিট এসি

প্যানাসনিক 7 ইন 1 কনভার্টেবল 1.5 টন স্প্লিট এসি সেলে 35,490 টাকায় পাওয়া যাচ্ছে। HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পেয়ে যাবেন 10% তাত্ক্ষণিক ছাড় (1,750 টাকা পর্যন্ত)। এক্সচেঞ্জ অফারে আপনার পুরানো এসি বিনিময় করলে পাবেন 5,500 টাকা ছাড়। 

এলজি এআই কনভার্টেবল 1.5 টন স্প্লিট এসি

LG AI কনভার্টেবল 6-in-1 কুলিং 2024 1.5 টন স্প্লিট এসি 36,490 টাকায় Flipkart সেলে বিক্রি হচ্ছে। ব্যাঙ্কের অফারের কথা বললে, HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন10% তাত্ক্ষণিক ছাড় (1,750 টাকা পর্যন্ত)।  এক্সচেঞ্জ অফারে আপনি পেতে পারেন 5,500 টাকা ছাড়।  

লয়েড 1.5 টন 3 স্টার স্প্লিট এসি

লয়েড 1.5 টন 3 স্টার স্প্লিট এসি 33,490 টাকায় ফ্লিপকার্ট সেলে বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, আপনি HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10% তাত্ক্ষণিক ছাড়ের সুবিধা পাবেন। আপনার পুরানো এসি এক্সচেঞ্জ করলে আপনি পাবেন 5,500 টাকা ছাড়। 

মহাকাশেই আত্মহত্যা করবে ২০০ কেজির মহাকাশযান! বিজ্ঞানীদের 'অদ্ভুত' মিশনের উদ্দেশ্য কী?

 

Flipkart Electronics Sale Ac 5 star AC 3 star AC
Advertisment