আইফোনে ৫০ হাজারের বিরাট ছাড়! পুজোর আগেই ধামাকা অফারে বাজার তোলপাড়

Flipkart Big Billion Days Sale: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone 16 পাওয়া যাবে ৫০,০০০ টাকার কমে। থাকছে ব্যাংক অফার, এক্সচেঞ্জ ও iPhone 15, 14-এ বিশাল ছাড়।

Flipkart Big Billion Days Sale: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone 16 পাওয়া যাবে ৫০,০০০ টাকার কমে। থাকছে ব্যাংক অফার, এক্সচেঞ্জ ও iPhone 15, 14-এ বিশাল ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Flipkart Big Billion Days Sale

Flipkart Big Billion Days Sale: আইফোনের দামে বিরাট ছাড়।

Flipkart Big Billion Days Sale: ভারতে উৎসবের মরশুম মানেই অফার, ডিসকাউন্ট আর শপিংয়ের ধুম। তার মধ্যে ফ্লিপকার্টের Flipkart Big Billion Days Sale হল এমন একটি ইভেন্ট, যেটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ক্রেতারা। এবছর সেলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে অ্যাপলের নতুন প্রজন্মের iPhone লাইনআপ। iPhone 16-এর দাম লঞ্চের সময় ছিল ৭৯,৯০০ টাকা। সেটিই এখন বিগ বিলিয়ন ডেজ সেলে ৫০,০০০ টাকার কম দামে পাওয়া যাবে।

Advertisment

দাম কেবলমাত্র সেলের সময় অ্যাক্টিভ হবে

আরও পড়ুন- ইউটিউবের রেড ডায়মন্ড বাটনের জন্য কত সাবস্ক্রাইবার প্রয়োজন? বছরে কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

iPhone 16-এর নতুন দাম সাধারণ দাম (লঞ্চের সময়) ৭৯,৯০০ টাকা। অ্যাপলের অফিসিয়াল রিডিউসড প্রাইস ৬৯,৯০০ টাকা। Flipkart Big Billion Days Sale-এর দাম ৫১,৯৯৯ টাকা (ব্যাংক অফার+এক্সচেঞ্জ যোগ করলে কমে ৫০,০০০ টাকার নীচে নামবে)। ফ্লিপকার্ট ইতিমধ্যেই iPhone 16 তালিকাভুক্ত করেছে, যার পাশে 'Notify Me' ব্যানার রয়েছে। অর্থাৎ, দাম কেবলমাত্র সেলের সময় অ্যাক্টিভ হবে। 

Advertisment

আরও পড়ুন- পুজোর আগেই বিরাট খুশির খবর, আরও কমতে চলেছে নামিদামী ল্যাপটপের দাম? রইল বড় আপডেট

কী কী অফার থাকছে? এর মধ্যে থাকছে- ১. ব্যাংক অফার। যেখানে Flipkart Axis Bank কার্ড সর্বোচ্চ ৩,৬৫৩ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। SBI কার্ড সর্বোচ্চ ২,৬০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। পুরোনো স্মার্টফোন বদলে দিলে মিলছে বাড়তি ছাড়। iPhone 15 পাওয়া যাচ্ছে মাত্র ২৭,০০০ টাকায়। iPhone 14 পাওয়া যাচ্ছে মাত্র ২৪,০০০ টাকায়। iPhone 16 Pro ৭৪,৯৯৯ টাকায় (ব্যাংক অফারে ৬৯,৯৯৯ টাকা)। iPhone 16 Pro Max পাওয়া যাচ্ছে ৯৪,৯৯৯ টাকায় (ব্যাংক অফারে ৮৯,৯৯৯ টাকা)। 

আরও পড়ুন- মহালয়ার দিনই বছরের শেষ সূর্যগ্রহণ, সূতককালে ভুলেও করবেন না এই কাজ

iPhone 16-এর স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ৬.১-ইঞ্চি OLED ডিসপ্লে (১৬০০ নিটস ব্রাইটনেস), সেরামিক শিল্ড প্রোটেকশন, A18 প্রসেসর, ৮GB RAM (Apple Intelligence ফিচার সাপোর্ট-সহ) ক্যামেরা। যাতে রয়েছে ৪৮MP প্রাইমারি শ্যুটার (২x টেলিফটো-সহ), ১২MP আল্ট্রা-ওয়াইড লেন্স, ১২MP TrueDepth সেলফি ক্যামেরা (অটোফোকাস সহ)।

আরও পড়ুন- এই রঙের পোশাকে নবরাত্রির প্রতিটি তিথি করুন উজ্জ্বল!

এই ডিলে ক্রেতার লঞ্চের দামের তুলনায় প্রায় ৩০,০০০ টাকা সাশ্রয় হবে। এটাই উৎসবের মরশুমে অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী iPhone। ব্যাংক অফারের পাশাপাশি এক্সচেঞ্জে পাবেন অতিরিক্ত ডিসকাউন্ট। এছাড়া থাকছে নতুন A18 প্রসেসর ও আপগ্রেডেড ক্যামেরা। এককথায়, Flipkart Big Billion Days Sale 2025-এ iPhone 16 নিঃসন্দেহে সবচেয়ে আকর্ষণীয় ডিল হতে চলেছে। যাঁরা এতদিন iPhone কিনতে চাইছিলেন, তাঁদের জন্য এটাই সেরা সময়। তবে মনে রাখবেন, ফ্লিপকার্টে iPhone স্টক খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই সেলের প্রথম দিন থেকেই লগ ইন করে অফার অ্যাভেল করুন।

flipkart sale