পুজোর আগেই বিরাট খুশির খবর, আরও কমতে চলেছে নামিদামী ল্যাপটপের দাম? রইল বড় আপডেট

GST 2.0 Effect: জিএসটি ২.০ লাগু হওয়ার পর ভারতে টিভি, এসি সস্তা হচ্ছে, কিন্তু ল্যাপটপ ও স্মার্টফোনে মিলছে না কোনও ছাড়। এই সব পণ্যের কোনওটি কেনার ভাবনা থাকলে, জানুন বিস্তারিত।

GST 2.0 Effect: জিএসটি ২.০ লাগু হওয়ার পর ভারতে টিভি, এসি সস্তা হচ্ছে, কিন্তু ল্যাপটপ ও স্মার্টফোনে মিলছে না কোনও ছাড়। এই সব পণ্যের কোনওটি কেনার ভাবনা থাকলে, জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Lenovo Laptop under 35000

আরও কমতে চলেছে নামিদামী ল্যাপটপের দাম

GST 2.0 Effect: ভারতে জিএসটি কাউন্সিল ধীরে ধীরে জিএসটি ২.০ (GST 2.0)-এর নতুন নিয়ম কার্যকর করছে। এর প্রভাব ইতিমধ্যেই গাড়ি শিল্প থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে পড়তে শুরু করেছে। সাধারণ ক্রেতারা আশা করেছিলেন যে, এবার হয়তো স্মার্টফোন এবং ল্যাপটপের মত ইলেকট্রনিক্সেও বড় ধরনের ছাড় পাওয়া যাবে। কিন্তু বাস্তবে সেই সুযোগ মিলছে না।

Advertisment

ল্যাপটপে জিএসটির প্রভাব

বর্তমানে ল্যাপটপ ব্যবসা ১৮% জিএসটি স্ল্যাবের আওতায় রয়েছে। অনেকেই আশা করেছিলেন যে, জিএসটি ২.০–তে এই করহার কমানো হবে। কিন্তু সর্বশেষ বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে—ল্যাপটপ বা স্মার্টফোনে কোনও পরিবর্তন আসছে না। অর্থাৎ, আইফোন থেকে শুরু করে অন্য সব ব্র্যান্ডের মোবাইল এবং ল্যাপটপ আগের দামেই বিক্রি হবে। সরকার এখনও এই দুটি সেগমেন্টকে লাক্সারি বা বিলাসবহুল 'luxury' বা অপ্রয়োজনীয় পণ্য হিসেবেই দেখছে। ফলে ১৮% জিএসটি হার বজায় রাখা হয়েছে ওই সব পণ্যের ওপর। উল্লেখযোগ্য বিষয় হল, স্মার্টফোন শিল্প বারবার দাবি করলেও তারা করছাড় পায়নি। 

আরও পড়ুন- মহালয়ার দিনই বছরের শেষ সূর্যগ্রহণ, সূতককালে ভুলেও করবেন না এই কাজ

Advertisment

জিএসটি ২.০–তে মূলত টার্গেট করা হয়েছে টিভি, এসি, ওয়াশিং মেশিন, ডিশওয়াশারের মত প্রোডাক্টকে। উৎসবের মরশুমে মানুষকে বেশি করে কেনাকাটায় প্রলুব্ধ করতে এই হার কমানো হচ্ছে। ফলে যাঁরা বড় স্ক্রিনের এলইডি (LED) টিভি বা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তারা আরেকটু অপেক্ষা করলে ভালো দাম পাবেন।

আরও পড়ুন- কেন মহালয়াতেই হয় তর্পণ, এবছর আবার সূর্যগ্রহণ, তর্পণ করা কি যাবে?

এদিকে Apple সম্প্রতি ভারতে iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। কিন্তু, নতুন জিএসটি স্ল্যাবেও কোনও ছাড় আসেনি। বরং দাম আরও বেড়েছে। বেস iPhone 17 এখন ২৫৬GB ভ্যারিয়েন্টে ৮২,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। iPhone Air মডেল আগের তুলনায় ২০,০০০ টাকা বেশি দামে বাজারে এসেছে। আর iPhone 17 Pro শুরু হচ্ছে প্রায় ১,৩৪,০০০ টাকায়।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় 'শুভ মহালয়া' বার্তা লেখা উচিত হচ্ছে? সঠিকটা জানুন

ক্রেতাদের জেনে রাখা উচিত যে, ল্যাপটপ বা স্মার্টফোন কিনতে চাইলে জিএসটি ২.০ থেকে কোনও আর্থিক সুবিধা মিলবে না। টিভি বা এসি কেনার পরিকল্পনা থাকলে সপ্তাহখানেক অপেক্ষা করুন। দাম কিছুটা হলেও কমবে। Apple পণ্যের ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা নেই। বরং নতুন লঞ্চে দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন- পুজোর মুখেই ধুঁয়াধার রিচার্জ প্ল্যানে জিও-র রাতের ঘুম কাড়ল Airtel ! অফারের সুবিধা জানলে মাথা ঘুরে যাবে

এমনিতে জিএসটি ২.০ নিঃসন্দেহে সাধারণ ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে ল্যাপটপ এবং স্মার্টফোনের বাজারে এর কোনও প্রভাব পড়েনি। এই দুই সেগমেন্ট এখনও ১৮% জিএসটি স্ল্যাবেই থাকছে। তাই যাঁরা নতুন ল্যাপটপ বা মোবাইল কেনার পরিকল্পনা করছেন, তাঁদের বেশি দামেই কিনতে হবে।

GST effect