ফ্রিজে চুম্বকের ব্যবহার সত্যিই হুহু করে কমায় বিদ্যুৎ বিল? ৯০% মানুষেরই উত্তরটা অজানা!

আজকাল অনেকেই তাঁদের ফ্রিজ সাজানোর জন্য নানারকম স্টিকার কিংবা চুম্বক ব্যবহার করেন। তবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ফ্রিজে চুম্বক ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে

আজকাল অনেকেই তাঁদের ফ্রিজ সাজানোর জন্য নানারকম স্টিকার কিংবা চুম্বক ব্যবহার করেন। তবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ফ্রিজে চুম্বক ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে

author-image
IE Bangla Tech Desk
New Update
fridge magnets

ফ্রিজে চুম্বকের ব্যবহার সত্যিই হুহু করে কমায় বিদ্যুৎ বিল? ৯০% মানুষেরই উত্তরটা অজানা!

আজকাল অনেকেই তাঁদের ফ্রিজ সাজানোর জন্য নানারকম স্টিকার কিংবা চুম্বক ব্যবহার করেন। তবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ফ্রিজে চুম্বক ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে এবং সেই কারণে বিদ্যুৎ বিলও বাড়তে পারে। এই দাবিতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।

Advertisment

বিশেষজ্ঞদের মতে, এই দাবি সম্পূর্ণ গুজব। রেফ্রিজারেটরের দরজায় লাগানো চুম্বক কেবল সাজসজ্জার জন্য ব্যবহৃত হয়। এর কোনও প্রভাব ফ্রিজের কুলিং সিস্টেম, মোটর বা বিদ্যুৎ খরচের উপর পড়ে না।

বিদ্যুৎ খরচ আসলে নির্ভর করে একাধিক প্রযুক্তিগত বিষয়ের উপর। বৈদ্যুতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, কম্প্রেসার, থার্মোস্ট্যাট এবং দরজার সিলিং-ই মূলত ফ্রিজের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। যদি ফ্রিজের দরজা বারবার খোলা হয় বা সঠিকভাবে বন্ধ না হয়, তবে ভিতরের তাপমাত্রা বজায় রাখতে কম্প্রেসারকে বেশি কাজ করতে হয়। এর ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে। একইভাবে, ফ্রিজ সরাসরি সূর্যের আলো বা গরম জায়গায় রাখলেও বিদ্যুৎ বিল বৃদ্ধি পেতে পারে।

Advertisment

কিন্তু দরজায় লাগানো ছোট চুম্বকের প্রভাব শুধুমাত্র বাইরের পৃষ্ঠ পর্যন্তই সীমাবদ্ধ। এর ফলে ফ্রিজের ভেতরের যন্ত্রাংশ কিংবা বিদ্যুৎ খরচ কোনওভাবেই প্রভাবিত হয় না। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্রিজে চুম্বক রাখলে বিদ্যুৎ বিল বাড়ে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন- প্রতি সপ্তাহে পেট্রোল পাম্পে যাওয়ার চিন্তা ছাড়ুন! সেরা এই ৫ কৌশলে গাড়ির মাইলেজ বাড়বে ১০-২০%

Electricity Bill Fridge