/indian-express-bangla/media/media_files/2025/09/01/car-mileage-tips-2025-09-01-13-33-54.jpg)
৫ কৌশলে গাড়ির মাইলেজ বাড়বে ১০-২০%
Car Mileage Tips: পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া। ফলে প্রত্যেকেই চান, তাঁদের গাড়িটি যেন ভালো মাইলেজ দেয়। কিন্তু অনেক সময় ছোট ছোট কিছু ভুলের কারণে গাড়ির গড় মাইলেজ অনেকটাই কমে যায়। বিশেষজ্ঞদের মতে, গাড়ি চালানোর সময় কয়েকটি সহজ নিয়ম মানলেই কম খরচে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব, সেই সঙ্গে ইঞ্জিনের আয়ুও বাড়ে। দেখে নিন কোন বিষয়গুলিতে নজর দেওয়া জরুরি।
গাড়ি সবসময় সঠিক গিয়ারে চালানো উচিত। কম গতিতে উচ্চ গিয়ারে গাড়ি চালালে ইঞ্জিনের ওপর চাপ পড়ে এবং জ্বালানি খরচ বাড়ে। আবার বেশি গতিতে লো গিয়ারে গাড়ি চালালেও একই সমস্যা দেখা দেয়। ফলে মাইলেজ কমে যায়। তাই গতি অনুযায়ী সঠিক গিয়ার ব্যবহার করা অপরিহার্য।
হঠাৎ ব্রেক এড়িয়ে চলুন, ক্লাচ চেপে গাড়ি চালানো
হঠাৎ ব্রেক কষা বা হঠাৎ গতি বাড়ালে ইঞ্জিনের ওপর বাড়তি চাপ পড়ে। এতে জ্বালানি খরচ বেড়ে যায় এবং গাড়ির গড় কমে। তাই ধীরে ধীরে গতি বাড়ানো ও প্রয়োজন অনুযায়ী মসৃণভাবে ব্রেক করা অভ্যাসে পরিণত করা উচিত। এতে শুধু জ্বালানি বাঁচবে না, ভ্রমণও হবে নিরাপদ। অনেকের অভ্যাস থাকে গাড়ি চালানোর সময় অযথা ক্লাচ চেপে রাখা। এর ফলে ইঞ্জিনে হঠাৎ চাপ বেড়ে যায়, অতিরিক্ত তাপ তৈরি হয় এবং পেট্রোলের খরচও বাড়ে। প্রয়োজন ছাড়া ক্লাচ ব্যবহার করা থেকে বিরত থাকলে প্রতিদিন গাড়ি চালানোর সময় অনেক লিটার জ্বালানি বাঁচানো সম্ভব।
যদি গাড়িতে ৫ জন বসার জায়গা থাকে, তার মানে সবসময় পূর্ণ যাত্রী নিয়ে চলতে হবে এমন নয়। অতিরিক্ত লোডের ফলে ইঞ্জিনে চাপ বাড়ে এবং মাইলেজ কমে যায়। ভালো ফুয়েল এফিসিয়েন্সি পেতে গাড়িতে অপ্রয়োজনীয় ওজন বহন থেকে বিরত থাকুন।
হঠাৎ ব্রেক কষলে শুধু নিরাপত্তাই বিঘ্নিত হয় না, মাইলেজও কমে যায়। তাই গাড়ি চালানোর সময় বারবার অপ্রয়োজনীয় ব্রেক এড়িয়ে চলা উচিত। এতে জ্বালানি সাশ্রয় হবে এবং ইঞ্জিনও দীর্ঘস্থায়ী হবে।
দীর্ঘদিন গাড়ির সার্ভিস না করালে ইঞ্জিন অয়েলে ময়লা জমে যায়, যা ইঞ্জিনের কর্মক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে জ্বালানি খরচ বাড়ে। নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে ইঞ্জিন মসৃণভাবে কাজ করে এবং ভালো মাইলেজ দেয়।
গাড়ির মাইলেজ বাড়াতে টায়ারে সঠিক প্রেশারে হাওয়া থাকা প্রয়োজনীয়। টায়ারের প্রেশার কম থাকলে গাড়ি চালাতে ইঞ্জিনকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, ফলে জ্বালানি খরচ বেড়ে যায়। তাই নিয়মিত টায়ারের প্রেশার পরীক্ষা করে নেওয়া দরকার। বিশেষজ্ঞদের মতে, এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই গাড়ির মাইলেজ বাড়ানো সম্ভব।