Advertisment

Artificial Intelligence: ক্যানসার চিকিৎসায় সুনামি তুলবে নয়া প্রযুক্তি! বিস্ফোরক দাবিতেই বিশ্বজুড়ে আশার আলো

Artificial Intelligence: ক্যান্সার শনাক্ত থেকে টিকা তৈরি, ৪৮ ঘন্টার মধ্যে রোগ নিরাময়ে বিষ্ময় সৃষ্টি করবে AI। স্বাস্থ্যপরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভূতপূর্ব ক্ষমতা সম্পর্কে ওরাকলের সিইও ল্যারি এলিসন একটি বড় দাবি করেছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Cancer

ক্যানসার চিকিৎসায় সুনামি তুলবে নয়া প্রযুক্তি! Photograph: (ফাইল চিত্র)

Artificial Intelligence: ক্যান্সার শনাক্ত থেকে টিকা তৈরি, ৪৮ ঘন্টার মধ্যে রোগ নিরাময়ে বিষ্ময় সৃষ্টি করবে AI। স্বাস্থ্যপরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভূতপূর্ব ক্ষমতা সম্পর্কে ওরাকলের সিইও ল্যারি এলিসন একটি বড় দাবি করেছেন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যান্সার শনাক্ত করতে, টিকা তৈরিতে বিশেষ ভূমিকা নিতে পারে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ৪৮ ঘন্টার মধ্যে সকল ব্যক্তির কাছে সেই টিকা পৌঁছে দিতে পারে।

Advertisment

ল্যারি এলিসনের এই দাবি ক্যান্সারের মতো মারাত্মক এবং জটিল রোগের মোকাবিলায় আশার আলো নিয়ে আসবে। ল্যারি এলিসনের মতে, রোগীর ক্যান্সার শনাক্ত করার জন্য এই প্রক্রিয়ায় AI ব্যবহার করা হবে। তারপর সেই ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বুঝে একটি ভ্যাকসিন প্রস্তুত করবে AI। যেটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এর অর্থ হল,রোগের উপর ভিত্তি করে AI একটি কাস্টম ভ্যাকসিন তৈরি করতে পারে, যা বিশেষভাবে রোগীর ক্যান্সারের ধরণ এবং অবস্থার উপর নির্ভর করে তৈরি করা হবে।
 
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আধুনিক চিকিৎসা ব্যবস্থায়  বিপ্লব নিয়ে আসতে চলেছে। ওরাকলের সিইও ল্যারি এলিসন সম্প্রতি এআই-এ সম্পর্কে একটি বড় দাবি করেছেন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যান্সারের মতো মারণ রোগকে শনাক্ত থেকে ভ্যাকসিন তৈরিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। তাঁর এই দাবি কেবল বিজ্ঞানের ক্ষেত্রে নতুন সম্ভাবনাই নয় বরং ক্যান্সারের মত জটিল রোগের বিরুদ্ধে লড়াইয়ে আশার সঞ্চার করবে। 

ল্যারি এলিসন বলেন, শরীরে ক্যান্সার শনাক্ত করতে এআই বিশেষ ভূমিকা নিতে পারে। রোগীর রক্তে উপস্থিত টিউমারের ছোট ছোট টুকরো বিশ্লেষণ করে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে পারে। AI রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ক্যান্সারের ধরণ বুঝতে এবং একটি কাস্টমাইজড ভ্যাকসিন প্রস্তুত করতেও বিশেষ অবদান রাখবে। 

এলিসনের মতে, একবার ক্যান্সার শনাক্ত হয়ে গেলে, AI mRNA প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৪৮ ঘন্টার মধ্যে ভ্যাকসিন তৈরি করতে পারে। এই ভ্যাকসিনটি রোবোটিক প্রযুক্তি এবং এআই-এর সহযোগিতায় ডিজাইন করা হবে।  যেটি প্রক্রিয়াটিকে দ্রুত এবং নির্ভুল করে তুলবে। তিনি এই প্রযুক্তিকে চিকিৎসা ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

Advertisment

যদি এই প্রযুক্তি সফল হয়, তাহলে আমেরিকা রাশিয়ার পর ক্যান্সারের টিকা তৈরিতে দ্বিতীয় দেশ হয়ে উঠবে । রাশিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে চলতি বছর, ২০২৫ সাল থেকে তাদের দেশে ক্যান্সারের টিকা দেওয়ার কাজ শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বব্যাপী প্রতি ছয়জনের মধ্যে একজন ক্যান্সারের মত মারণ রোগের শিকার। এমন পরিস্থিতিতে, AI-এর এই ভূমিকা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষমতা বিজ্ঞান ও চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে। যদি এই দাবি বাস্তবে পরিণত হয়, তাহলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসার এই পদ্ধতি কেবল চিকিৎসাকে সহজ করবে না বরং এটি দ্রুত প্রতিটি ব্যক্তির কাছে সহজলভ্য করাও সম্ভব হবে। এই প্রযুক্তি চিকিৎসা খাতে নতুন আশার আলো নিয়ে আসবে। 

Artificial Intelligence
Advertisment