/indian-express-bangla/media/media_files/2025/08/27/from-mukesh-ambani-to-elon-musk-2025-08-27-15-09-47.jpg)
এক মিনিটে কত টাকা আয় করেন আম্বানি ও মাস্ক
Mukesh Ambani Every minute Income:ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি থেকে শুরু করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, তাদের সম্পত্তি ও আয় নিয়ে আলোচনার অন্ত নেই। সাধারণ মানুষ যেখানে মাসের পর মাস পরিশ্রম করে ২০-৩০ হাজার টাকা বেতন পান, সেখানে এই শিল্পপতিরা প্রতি মিনিটেই আয় করেন কোটি কোটি টাকা।
মুকেশ আম্বানি প্রতি মিনিটে কত আয় করেন?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি পেট্রোলিয়াম, গ্যাস, টেলিকম, খুচরা, ডিজিটাল ও 5G সহ বিভিন্ন খাতে ব্যবসা বিস্তার করেছেন। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তার মোট সম্পদ প্রায় ১১০ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৯ লক্ষ কোটি টাকা। বর্তমানে তিনি বিশ্বের ১২তম ধনী ব্যক্তি। প্রতিবেদন অনুযায়ী, আম্বানির দৈনিক আয় প্রায় ১৬৩ কোটি টাকা এবং তিনি প্রতি মিনিটে প্রায় ১১.৩ লক্ষ টাকা আয় করেন। একসময় তার আয় ছিল প্রতি মিনিটে ২.৩৫ লক্ষ টাকা, যা একজন ভারতীয়র বার্ষিক আয়ের চেয়েও কয়েকগুণ বেশি।
ইলন মাস্ক প্রতি মিনিটে কত আয় করেন?
টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, এক্স- এর মালিক ইলন মাস্ক প্রযুক্তি ও মহাকাশ জগতের এক বড় নাম। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তার মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ২১৪ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৭.৫ লক্ষ কোটি টাকা। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। জানা গেছে, মাস্ক প্রতি মিনিটে প্রায় ৫.৭২ লক্ষ টাকা আয় করেন। টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি খাতের উন্নতি তার সম্পদ ক্রমাগত বাড়াচ্ছে।
ভারতে কতজন বিলিয়নেয়ার আছেন?
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫ অনুসারে, ভারতে এ বছর ১৩ জন নতুন বিলিয়নেয়ার যুক্ত হয়েছেন। এখন ভারতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪। তাদের সম্মিলিত সম্পদ প্রায় ৯৮ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ১৭৫ জন বিলিয়নেয়ারের সম্পদ বেড়েছে, আর ১০৯ জনের সম্পদ কমেছে বা অপরিবর্তিত রয়েছে। ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি, যিনি, বন্দর, জ্বালানি, সবুজ শক্তি ও পরিবহন খাতে ব্যবসা পরিচালনা করেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে আদানির সম্পদ বেড়েছে প্রায় ১৩.২৮ ট্রিলিয়ন টাকা। বর্তমানে তার মোট সম্পদ প্রায় ৮.৪ লক্ষ কোটি টাকা, যা তাকে বিশ্বের ১৮তম ধনী ব্যক্তির আসনে বসিয়েছে।