/indian-express-bangla/media/media_files/2025/08/27/google-search-2025-08-27-14-21-23.jpg)
Google Search-এই ওঁত পেতে ভয়ঙ্কর বিপদ!
Google Search: আজকের ডিজিটাল যুগে গুগল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মানুষ গুগলে প্রতিটি ছোট-বড় প্রশ্নের উত্তর অনুসন্ধান করে, তা সে শিক্ষা, চাকরি, ব্যবসা, কেনাকাটা বা বিনোদন হোক।
তবে মনে রাখা দরকার, গুগলে সার্চের ফাঁদে ওঁত পেতে রয়েছে ভয়ঙ্কর বিপদ! কিছু বিষয় সার্চ করলেই সোজা জেল হতে পারে আপনার। তাই গুগলকে কোন কিছু সার্চের আগে কোন কোন বিষয় সার্চ করা একেবারেই নিষিদ্ধ তা জানাটা খুবই জরুরি।
আজকের ডিজিটাল যুগে গুগল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, চাকরি, ব্যবসা, কেনাকাটা থেকে শুরু করে বিনোদন—প্রতিটি ক্ষেত্রে মানুষ ছোট-বড় প্রশ্নের উত্তর খোঁজে এই সার্চ ইঞ্জিনে। তবে সতর্ক হওয়া জরুরি, কারণ গুগলে সব কিছু অনুসন্ধান করা নিরাপদ নয়। বিশেষ কিছু শব্দ বা বিষয় সার্চ করলে তা আপনাকে আইনি জটিলতার মুখোমুখি করতে পারে। এমনকি আপনাকে পুলিশি হয়রানির মুখেও পড়তে হতে পারে।
আরও পড়ুন- Mark Zuckerberg-এর নিরাপত্তায় বিপূল বরাদ্দ! খরচ শুনে পিলে চমকে যাবেন
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগল প্রতিটি সার্চের রেকর্ড রাখে। প্রয়োজনে সাইবার সেল বা তদন্তকারী সংস্থা আপনার সার্চ হিস্ট্রি ট্র্যাক করতে পারে। তাই ভুল বা সন্দেহজনক কোনও শব্দ সার্চ করলে সেটি আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবেও ব্যবহার হতে পারে।
উদাহরণস্বরূপ, অস্ত্র তৈরির পদ্ধতি, বোমা বানানোর সূত্র বা মাদক সম্পর্কিত তথ্য সার্চ করা গুরুতর অপরাধের মধ্যে পড়ে। মজা বা কৌতূহলবশতও কেউ যদি এই ধরনের 'শব্দ' বা বিষয় গুগলে খোঁজেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে প্রশাসন। ইতিমধ্যেই এমন বহু ঘটনা ঘটেছে যেখানে সন্দেহজনক সার্চের কারণে মানুষকে আটক করেছে পুলিশ।
শুধু তাই নয়, অশ্লীল বা নিষিদ্ধ কন্টেন্ট-এর খোঁজ করাও মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভারতীয় আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক সম্পর্কিত পর্নোগ্রাফি সার্চ করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এতে জেল থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানাও হতে পারে।
এছাড়াও, কারও বিরুদ্ধে অবমাননাকর কনটেন্ট সার্চ বা শেয়ার করাও আইনের চোখে অপরাধ। ব্যক্তিগত মানহানি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা কোনও সংস্থাকে অপমানজনকভাবে উপস্থাপন করা আইটি আইনের আওতায় সাইবার অপরাধ হিসেবে গণ্য হয়।
ব্যাংক জালিয়াতি, জাল নোট তৈরির পদ্ধতি কিংবা হ্যাকিং শেখার কৌশল সার্চ করাও সমানভাবে বিপজ্জনক। সাইবার পুলিশ প্রায়শই এ ধরনের অনুসন্ধানকারীদের ট্র্যাক করে দ্রুত গ্রেপ্তার করতে পারে প্রশাসন।
আরও পড়ুন- পুজোয় নতুন বাইক কিনবেন? দুর্দান্ত ফিচারের সঙ্গে পান আকর্ষনীয় রেঞ্জ! তালিকায় শীর্ষে কোনটি?
অতএব, মনে রাখতে হবে গুগল আমাদের সাহায্যের বন্ধু হলেও এটি আইনের ঊর্ধ্বে নয়। তাই ইন্টারনেটে কিছু সার্চ করার আগে ভেবে নিন সেটি আইনসঙ্গত কিনা। নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারই বুদ্ধিমানের কাজ। নইলে অসতর্ক সার্চ এক মুহূর্তেই আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে।