Advertisment

Galaxy Unpacked 2025: আজই লঞ্চ বহু প্রতীক্ষিত Samsung এর ফ্ল্যাগশিপ S25 সিরিজ, কখন, কীভাবে দেখবেন অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং?

Samsung Galaxy S25 Series launch: স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন S25 সিরিজ আজ ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে । স্যামসাংয়ের এই সিরিজটিতে থাকবে অত্যাধুনিক এআই ফিচার এবং শক্তিশালী প্রসেসর। ইতিমধ্যে এই সিরিজের দামও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Galaxy Unpacked 2025

আজ লঞ্চ হবে Samsung এর ফ্ল্যাগশিপ S25 সিরিজ, লাইভ স্ট্রিমিং সহ প্রতিটি বিস্তারিত জানুন Photograph: (ফাইল ছবি)

Samsung Galaxy S25 Series launch: আজ লঞ্চ হবে Samsung এর ফ্ল্যাগশিপ S25 সিরিজ, লাইভ স্ট্রিমিং সহ প্রতিটি বিস্তারিত জানুন।

Advertisment

স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন S25 সিরিজ আজ ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে । স্যামসাংয়ের এই সিরিজটিতে থাকবে অত্যাধুনিক এআই ফিচার এবং শক্তিশালী প্রসেসর।  ইতিমধ্যে এই সিরিজের দামও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।   

 Samsung আজ ভারত সহ বিশ্ববাজারে তাদের বহু প্রতীক্ষিত Galaxy S25 সিরিজ লঞ্চ করতে চলেছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট এই সিরিজে অধীনে মোট  তিনটি মডেল - Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি, Samsung Galaxy S25 Slimও লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

লাইভস্ট্রিম কখন কোথায় দেখবেন?
গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫ ইভেন্টটি আজ ভারতীয় সময়  রাত ১১:৩০ টায় অনুষ্ঠিত হবে। আপনি এই সিরিজের লঞ্চ ইভেন্টটি Samsung এর ওয়েবসাইটের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। 

Advertisment

ইতিমধ্যে Samsung Galaxy S25 সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। এই সিরিজের প্রি-বুকিংয়ের উপর থাকছে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। এই সিরিজের সকল মডেলেই থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং গ্যালাক্সি এআই ফিচার। গত বছরের তুলনায়, স্যামসাং তার ফ্ল্যাগশিপ সিরিজে নিয়ে আনা হচ্ছে একাধিক আপগ্রেডেশন।  

Galaxy S25 এর দাম (প্রত্যাশিত)
Samsung Galaxy S25 সিরিজের বেস মডেলটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে - 12GB RAM + 256GB এবং 12GB RAM + 512GB। এর বেস মডেলের দাম হতে পারে ৮৪,৯৯৯ টাকা। একই সময়ে, এর টপ ভেরিয়েন্টের দাম হবে ৯৪,৯৯৯ টাকা। 

Galaxy S25+ এর দাম (প্রত্যাশিত)
এই মডেলটিও দুটি স্টোরেজ ভেরিয়েন্টেও লঞ্চ করা হতে পারে  পারে - 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম ১,০৪,৯৯৯ টাকা হতে পারে। একই সময়ে, 12GB RAM + 512GB ভেরিয়েন্টের দাম হতে পারে ১,১৪,৯৯৯ টাকা। 

Galaxy S25 Ultra-এর দাম (প্রত্যাশিত)
এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেলটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে - 12GB RAM + 256GB, 16GB RAM + 512GB এবং 16GB RAM + 1TB। এর বেস ভেরিয়েন্টের দাম হবে ১,৩৪,৯৯৯ টাকা। একই সময়ে, এর অন্য দুটি ভেরিয়েন্ট যথাক্রমে ১,৪৪,৯৯৯ টাকা এবং ১,৬৪,৯৯৯ টাকা হতে পারে।

samsung Samsung event
Advertisment