Galaxy Z Flip 7 FE: জলের দরে স্যামসাংয়ের ফ্লিপ ফোন, বাজারে আসছে Galaxy Z Flip FE, থাকছে কোন কোন আকর্ষণীয় ফিচার?

Samsung Affordable Flip Phone: জলের দরে এবার বাজারে আসছে স্যামসাং ফ্লিপ ফোন। নতুন ফোন Galaxy Z Flip FE-তে কী কী ফিচার থাকছে?

Samsung Affordable Flip Phone: জলের দরে এবার বাজারে আসছে স্যামসাং ফ্লিপ ফোন। নতুন ফোন Galaxy Z Flip FE-তে কী কী ফিচার থাকছে?

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
বাজারে আসছে Galaxy Z Flip FE

বাজারে আসছে Galaxy Z Flip FE

Samsung Affordable Flip Phone Features:ফের ফ্লিপ ফোনের জনপ্রিয়তা বাড়ছে। স্মার্টফোনপ্রেমীরা বছরের পর বছর একটি সাশ্রয়ী মূল্যের স্যামসাং ফ্লিপ-স্টাইলের ফোনের জন্য অপেক্ষা করছেন। গত কয়েক বছরে বহুবার শোনা গিয়েছে দক্ষিণ কোরিয়ার ফোন নির্মাতা একটি FE সিরিজের ফ্লিপ ফোন তৈরি করছে। লেটেস্ট আপডেট, বহুল আলোচিত Galaxy Z Flip FE অবশেষে এই বছর বাজারে আসতে পারে। জানা যাচ্ছে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এফইতে জেড ফ্লিপ ৫ এর ৩.৪-ইঞ্চি কভার স্ক্রিন থাকবে এবং থাকবে ৬.৭-ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে। 

Advertisment

এই ফোনটি গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর মতোই দেখতে হওয়ার সম্ভবনা রয়েছে। Galaxy Z Flip 7 FE-তে Exynos 2400e চিপসেট ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। যা Exynos 2400- এর slightly toned down ভার্শন যা Galaxy S24 FE-র প্রথম ফোন। এই ফোনের পিছনে 50MP প্রাইমারি সেন্সর এবং 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে বলেও জানা গেছে।

গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ ফে-তে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৭ থাকবে বলে জানা গেছে এবং এতে ৭ বছরের সফটওয়্যার আপডেট এবং নিরাপত্তা প্যাচ থাকবে। ব্যাটারির ক্ষমতা সম্পর্কে এখনও কিছু বলা হয়নি, তবে চীনের ৩সি নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে এতে ২৫ ওয়াট তারযুক্ত চার্জিং থাকবে। তবে কোনও চার্জিং অ্যাডাপ্টার থাকবে না। আগামী জুলাইতে অনুষ্ঠিত হতে পারে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে। জানা যাচ্ছে ওই ইভেন্টেই গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এর পাশাপাশি গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ ফে বাজারে আসার কথা ঘোষণা করা হতে পারে। 

 

Advertisment

আরও পড়ুন: আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হয়েছে? কী ভাবে পুনরুদ্ধার করবেন?

android samsung