Realme 14 Pro, Realme 14 Pro+ 5G Launch Date: নতুন বছরে হাতে চাই নতুন স্মার্টফোন। ভারতে স্মার্টফোনের চাহিদা দিনে দিনে বাড়তে থাকায় একের পর এক সংস্থা বাজারে নিয়ে আসছে ব্র্যান্ডের আপগ্রেডের মডেল। তালিকায় নয়া সংযোজন Realme 14 Pro! মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, নজরকাড়া ফিচার সহ ভারতের বাজারে দাপট দেখাতে হাজির হতে চলেছে Realme 14 Pro সিরিজ। ইতিমধ্যেই সামনে এসেছে লঞ্চের দিনক্ষণ।
Realme 14 Pro 5G সিরিজ আগামী আর মাত্র কয়েক দিনের মধ্যে ভারতে লঞ্চ হতে চলেছে। Realme-এর এই স্মার্টফোন সিরিজটি গত বছর লঞ্চ হওয়া Redmi 13 Pro সিরিজের একটি আপগ্রেড ভার্সন হিসাবে সামনে আনছে সংস্থা।
ভারতে Realme 14 Pro, Realme 14 Pro+ 5G লঞ্চ স্রেফ সময়ের অপেক্ষা। এই সিরিজের অধীনে মোট দুটি মডেল সামনে আনা হবে। কোম্পানি এই সিরিজের জন্য মাইক্রোসাইট লাইভও করেছে, যেখানে ফোনের কিছু ফিচারের বিষয়ে আপডেট দিয়েছে সংস্থা।
Realme India তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে এই সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। Realme 14 Pro সিরিজ আগামী সপ্তাহে ১৬ জানুয়ারি ভারতে লঞ্চ হবে। শুধু তাই নয়, এটিই হবে বিশ্বের প্রথম স্মার্টফোন সিরিজ যাতে থাকবে ট্রিপল এলইডি ফ্ল্যাশ। আসুন, জেনে নেই Realme-এর এই দুটি মিড বাজেট ফোন সম্পর্কে...
The #realme14ProSeries5G is all set to launch on 16th January. Don’t miss it!
— realme (@realmeIndia) January 6, 2025
Get ready to experience two India-exclusive colors launching just for you: Bikaner Purple and Jaipur Pink. #SoClearSoPowerful
Know more:https://t.co/vQV3iG8O7Nhttps://t.co/FvbS1Zt6jX pic.twitter.com/r2J7OgRgAc
Realme-এর এই মিড-বাজেট স্মার্টফোন সিরিজটি একেবারে ইউনিক ডিজাইনের সঙ্গে সামনে আনা হবে। ফোনে দেখা যাবে কোল্ড সেনসিটিভ কালার চেঞ্জিং প্রযুক্তি। এছাড়াও, Realme-এর এই দুটি ফোনে থাকছে IP69, IP68 এবং IP66 ওয়াটার এবং ডাস্টপ্রুফ রেটিং। এই সিরিজের স্মার্টফোনে থাকবে কোয়াড 3D কার্ভড ডিসপ্লে।
এই সিরিজের প্রো মডেলটিতে থাকতে পারে MediaTek Dimensity 7300 Energy চিপসেট। একই সময়ে, প্রো প্লাস মডেলে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি থাকতে চলেছে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh এর শক্তিশালী ব্যাটারির ।
একই সময়ে, এর প্রো মডেলটি 40W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। Realme 14 Pro তে থাকতে পারে একটি 50MP প্রাইমারি OIS ক্যামেরা । একই সময়ে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে 16MP ফ্রন্ট ক্যামের। Realme 14 Pro+ মডেলেও থাকবে 50MP OIS প্রাইমারি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে একটি 50 এমপি টেলিফটো ক্যামেরা এবং 32 এমপি সেলফি ক্যামেরা দেখা যাবে। এই ফোনটিতে আরও থাকবে 120X ডিজিটাল এবং 3x অপটিক্যাল জুম।