Instant PAN Card: মাত্র ১০ মিনিটে পাবেন প্যানকার্ড। তা-ও আবার বিনামূল্যে। শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? কিন্তু, এটা সম্ভব। প্যানকার্ডের জন্য আর আপনাকে তা-ই হা-পিত্যেশ করে বসে থাকতে হবে না। প্যান কার্ড আমাদের সকলেরই অত্যন্ত দরকারি একটা জিনিস। সেই কার্ড কীভাবে সহজে হাতে পাবেন, সেটা এবার জেনে নিন।
ই-প্যানের ব্যবস্থা
আরও পড়ুন- এইরকম ১০ ভুল কায়দায় চলছে ওজন কমানোর চেষ্টা, সতর্কবার্তা ফিটনেস কোচের
এই ব্যাপারে আপনি ই-প্যানের সুযোগ নিতে পারেন। স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (প্যান) হল আয়কর বিভাগের জারি করা একটি গুরুত্বপূর্ণ ১০-সংখ্যার আলফানিউমেরিক আইডি। এই সংখ্যা আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে রয়েছে আয়কর রিটার্ন (ITR) দাখিল করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, শেয়ার বাজারে বিনিয়োগ করা। এসব কোনও কিছুই প্যান কার্ড ছাড়া সম্ভব নয়। সেই কারণেই বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য একটি প্যান কার্ড থাকা অত্যন্ত দরকারি ব্যাপার।
আরও পড়ুন- X Fold 5 লঞ্চে Samsung-এর টেনশন বাড়াল করল Vivo, মিলবে অসাধারণ ফটোগ্রাফির সেরা অভিজ্ঞতা
প্রশ্ন হল অনলাইনে তাৎক্ষণিক প্যান কার্ড আপনি কীভাবে পাবেন? আসলে, ব্যবহারকারীরা তাঁদের আধার নম্বর ব্যবহার করে তাৎক্ষণিক ভাবে প্যান কার্ডের আবেদন জানাতে পারেন। এর ধাপগুলি হল: ১) আয়করের ই-ফাইলিং ওয়েবসাইটে (www.incometax.gov.in) গিয়ে 'কুইক লিংক' বিভাগে 'ইনস্ট্যান্ট ই-প্যান' অপশনে ক্লিক করা। এর পর ‘Get New PAN’ অপশনে গিয়ে আবেদনকারীর আধার নম্বর দিতে হবে। অ্যানাউন্সমেন্ট বক্সটি চেক এবং 'কনটিনিউ' অপশনে ক্লিক করতে হবে এরপর। রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP এলে সেটা ‘Validate Aadhaar OTP and Continue’-এ দিয়ে ক্লিক করতে হবে।
আরও পড়ুন- এক লাখি স্কুটারে ১৪ লাখের নম্বরপ্লেট! আজব কাণ্ডে অবাক সকলে, কোথায় ঘটল এই ঘটনা?
যাবতীয় শর্তাবলী অ্যাকসেপ্ট করে নিতে হবে। একইসঙ্গে 'কনটিনিউ' অপশনে ক্লিক করতে হবে। আবার একটা OTP এলে, সেটা লিখে কনফারমেশনের বক্সে এবং কনটিনিউ' অপশনে ক্লিক করতে হবে। ই-মেল আইডি যাচাই হবে। না হলে 'ভ্যালিডেট ই-মেল আইডি' অপশনে ক্লিক করতে হবে। এই প্রক্রিয়াটি মিটতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন- মৃত্যুর পরও বেঁচে থাকে মানব শরীরের অঙ্গ? চমকে দেওয়ার মত তথ্য এবার প্রকাশ্যে
প্রক্রিয়াটি শেষ হলেই ব্যবহারকারীরা তাঁদের ই-প্যান পাবেন। এই ই-প্যানের সাহায্যে ব্যবহারকারীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। যে কোনও আর্থিক লেনদেন নিরাপদে করতে পারবেন। এই ই-কার্ড ব্যবহারের আগে ব্যবহারকারীদের প্রয়োজনীয় শর্তাবলী অবশ্যই পড়ে নেওয়া উচিত।