Advertisment

Geyser Using Tips: গিজার চালানোর সময় ছোট এই বিষয় মাথায় রাখুন, হুহু করে কমবে বিদ্যুৎ বিল

Geyser Using Tips: গরমে যেমন এসি ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল বাড়ে। ঠিক তেমনই শীত শুরু হলেই গিজার, রুম হিটারের মতো গ্যাজেটের ব্যবহারে দ্রুত বাড়ে বিদ্যুৎ বিল। গিজার ঠিকমতো কাজ না করলে শর্ট সার্কিটের আশঙ্কা থাকে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলও অনেকটাই বেড়ে যায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Geyser Using Tips

ইলেকট্রিক গিজার ব্যবহারে মেনে চলুন বেশ কিছু নিয়ম! বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে।

Geyser Using Tips:  ইলেকট্রিক গিজার ব্যবহারে মেনে চলুন বেশ কিছু নিয়ম! বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে। 

Advertisment

শীত আসতেই বাড়বে গিজারের ব্যবহার। এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক গিজার ব্যবহারের ফলে বাড়বে ইলেকট্রিক বিল! আপনিও যদি ইলেকট্রিক গিজার ব্যবহার করেন, তাহলে কিছু বিষয় মাথায় রাখতে হবে, না হলে বিদ্যুতের বিল দ্বিগুণ হবে।  

গরমে যেমন এসি ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল বাড়ে। ঠিক তেমনই শীত শুরু হলেই গিজার, রুম হিটারের মতো গ্যাজেটের ব্যবহারে দ্রুত বাড়ে বিদ্যুৎ বিল। গিজার ঠিকমতো কাজ না করলে শর্ট সার্কিটের আশঙ্কা থাকে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলও অনেকটাই বেড়ে যায়। আপনিও যদি শীতকালে ইলেকট্রিক গিজার ব্যবহার করেন, তাহলে ব্যবহারের আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এছাড়াও, গিজার ব্যবহারের আগে এর সার্ভিসিং করাটা বিশেষ জরুরি।  

বড় ধামাকা! ফের চমকে দেওয়া অফার BSNL-এর

সাধারণত গ্রীষ্মের শুরু থেকে গিজার ব্যবহার বন্ধ হয়ে যায়।  যার কারণে বাথরুমে লাগানো গিজার দীর্ঘ সময় বন্ধ থাকে। দীর্ঘদিন ব্যবহার না করার কারণে গিজারের ভেতরে থাকা যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে গিজারে ব্যবহৃত উপাদানগুলোর রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। গিজার দীর্ঘদিন বন্ধ থাকায় এতে মরচে ধরে এবং বেশি বিদ্যুৎ খরচ হয়।

শুধু তাই নয়, গিজারে কোন সমস্যা থাকলে গিজারের জল গরম হতে চায় না।  এমন পরিস্থিতিতে, গিজার ব্যবহার করার আগে আপনার গিজার সার্ভিসিং করাটা জরুরি । আপনি যে ব্র্যান্ডের ইলেকট্রিক গিজার ব্যবহার করুন না কেন, সেই ব্র্যান্ডের অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আপনার গিজার সার্ভিসিং করতে হবে। সার্ভিসিংয়ের সাথে সাথে গিজারের ট্যাংকও পরিষ্কার করা উচিত।

২১০ জিবি হাইস্পীড ডেটা, তাও জলের দামে! বাজারে আলোড়ণ ফেলল BSNL-এর সস্তার এই প্ল্যান

গিজার ব্যবহারের সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

 গিজারে যখন জল থাকবে না, তখন সেটির সুইচ অন করবেন না। এর ফলে গিজার ফেটে যেতে পারে।

অটো কাট সহ গিজার ব্যবহার করুন। এতে করে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এবং জল গরম হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গিজারের সুইচ বন্ধ হয়ে যাবে।

গিজারের ভালভ নিয়মিত পরীক্ষা করুন। তা না হলে শর্ট সার্কিট এবং বৈদ্যুতিক শক খাওয়ার ঝুঁকি বাড়তে পারে। 

 জল গরম হয়ে গেলে গিজার চালু রাখবেন না।  জল বেশি গরম হওয়ার কারণে পাইপলাইনে সমস্যা হতে পারে।

Tech News
Advertisment