BSNL Rs 666 Recharge Plan: Jio, Airtel এবং Vodafone Idea (Vi) রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। সমস্যার মুখে লাখ লাখ মোবাইল ইউজার। আজকের এই মূল্যবৃদ্ধির বাজারে মোবাইলের রিচার্জ করতে হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। মধ্যবিত্তের কথা মাথায় রেখে একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসে বাজারে আলোড়ণ ফেলে দিয়েছে BSNL।
সরকারি টেলিকম সংস্থা এখনও সাশ্রয়ী মূল্যে এই ধরনের প্ল্যান তার গ্রাহকদের অফার করছে। এই প্ল্যানগুলিতে দীর্ঘ দিনের ভ্যালিডিটির পাশাপাশি হাইস্পীড ডেটার মত সুবিধা প্রদান করে সংস্থা। আজকের এই প্রতিবেদনে ভারত সঞ্চার নিগম লিমিটেডের এমনই এক সেরার সেরা রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যে প্ল্যানে ইউজাররা পেয়ে যাবেন মোট 210GB হাইস্পীড ডেটা। এছাড়াও, দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, আপনি 40kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এই প্ল্যানে প্রতিদিন 100টি এসএমএস পাঠানোর সুবিধাও গ্রাহকদের দেওয়া হচ্ছে।
আর্থিক জালিয়াতি রুখবে AntiFraud.AI, ডিজিট্যাল নিরাপত্তায় বেনজির সাফল্য Quick Heal-এর
BSNL-এর সেরা প্ল্যান
গত কয়েক মাসে লক্ষ লক্ষ ব্যবহারকারী বিএসএনএল-এ তাদের নম্বর পোর্ট করেছেন। Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকরা এখন BSNL-এর দিকে ঝুঁকছেন। ইউজারদের সস্তায় কল ও ডেটার সুবিধা দিয়ে বাজারে তোলপাড় ফেলে দিয়েছে সংস্থা। BSNL-এর এমনই এক একটি প্ল্যান রয়েছে যার জন্য আপনাকে দিতে মাত্র মাত্র ৬৬৬ টাকা। এই প্ল্যানে ইউজাররা পাবেন ১০৫ দিনের বৈধতা। ৬৬৬ টাকার এই প্ল্যানে ইউজাররা ১০৫ দিনের বৈধতার সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা। ঘন ঘন রিচার্জের টেনশন থেকে নিমেষেই মিলবে মুক্তি।
১০০ কিলোমিটার ভ্রমণে খরচ মাত্র ১০ টাকা! বৈদ্যুতিক স্কুটারে আলোড়ণ ফেলে লঞ্চ হল X-MEN 2.0
আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাচ্ছে
এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 2GB হাইস্পীড ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্ল্যানের বৈধতা পর্যন্ত ব্যবহারকারীরা মোট 210GB ডেটার সুবিধা পাবেন। দৈনিক সীমা শেষ হয়ে গেলে, আপনি 40kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এই প্ল্যানের আওতায় প্রতিদিন 100টি মেসেজ অর্থাৎ এসএমএস পাঠানোর সুবিধাও দিচ্ছে সংস্থা।