Gold and silver price today 11 July: বিরাট দুঃসংবাদ! হুহু করে চড়ল সোনার দর, বিয়ের সিজনে মাথায় হাত মধ্যবিত্তদের

Gold and silver price today 11 July: আজ ১১ জুলাই ২০২৫ তারিখে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৯৮,৪১০ টাকা। গতকাল অর্থাৎ ১০ জুলাই এই রেট ছিল ৯৮,১৭০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ২৪০ টাকা।

Gold and silver price today 11 July: আজ ১১ জুলাই ২০২৫ তারিখে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৯৮,৪১০ টাকা। গতকাল অর্থাৎ ১০ জুলাই এই রেট ছিল ৯৮,১৭০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ২৪০ টাকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
gold price

গত এক সপ্তাহেই ২৪ ক্যারেট সোনার দাম ১,৯১০ টাকা বেড়েছে।

Gold and silver price today 11 July: সপ্তাহের শেষে ফের বাড়ল সোনা ও রূপার দাম। শুক্রবার সোনার দাম বেড়েছে ২৪০ টাকা। মূল্যবান ধাতুতে বিনিয়োগের পরিকল্পনা থাকলে একনজরে দেখে নিন আজকের হালফিল দর।

Advertisment

আজ ১১ জুলাই ২০২৫ তারিখে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৯৮,৪১০ টাকা। গতকাল অর্থাৎ ১০ জুলাই এই রেট ছিল ৯৮,১৭০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ২৪০ টাকা ।

আজ বিভিন্ন ক্যারেট অনুযায়ী সোনার দাম (১০ গ্রাম)
 ২৪ ক্যারেট: ৯৮,৪১০ টাকা
 ২২ ক্যারেট: ৯০,২১০ টাকা
 ১৮ ক্যারেট: ৭৩,৮১০ টাকা

Advertisment

শুধু সোনাই নয়, রূপার দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। শুক্রবার এক কেজি রূপার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,০৯,৯১০ টাকা।

আধারে নিয়মে বিরাট রদবদল! সবছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন

এক নজরে দেখুন দেশের প্রধান শহরে সোনার দাম

publive-image

এক নজরে দেখে নেওয়া যাক আজ দেশের প্রধান শহরে রূপার দর 

publive-imagepublive-image

Gold Price Today