Advertisment

দেখতে হবে না টিভি, প্রশ্ন করলেই পেয়ে যাবেন আইপিএল-এর তাজা খবর

'ইয়ার এন্ডিং' মাসে অফিস টাইম হয়ে উঠেছে 'নেভার এন্ডিং'। এ দিকে বছরে মাত্র একবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শহরকে সমর্থন করার সুযোগ মেলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

খেলার শুরু থেকে শেষ, আপ টু ডেট থাকতে চান? তাহলে দ্বারস্থ হতে পারেন গুগল অ্যাসিস্টেন্টের। স্কোর জানার জন্য চোখ রাখতে হবে না স্ক্রিনে, প্রশ্ন করলেই খেলার যাবতীয় উত্তর দিয়ে দেবে গুগল বাবাজি।

Advertisment

'ইয়ার এন্ডিং' মাসে অফিস টাইম হয়ে উঠেছে 'নেভার এন্ডিং'। এ দিকে বছরে মাত্র একবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শহরকে সমর্থন করার সুযোগ মেলে, কিন্তু এই মনোরঞ্জনে থাবা বসিয়েছে কাজের চাপ। তাই হটস্টার হোক বা জিও টিভি, বাস-ট্রাম ছাড়া উপায় নেই খেলা দেখার।

How to ask Google Assistant questions about IPL 2019

* হট ওয়ার্ড 'ওকে গুগল' শব্দটি দিয়ে গুগল অ্যাসিস্টেন্ট খুলুন, সার্চের মাইক্রোফোন বোতামটি কিছুক্ষণ প্রেস করে আপনার যাবতীয় প্রশ্ন করুন তাকে।

* লাইভ স্কোর এবং সময়সূচি পেতে আপনি যে সব প্রশ্ন করতে পারেন: “What’s the IPL schedule?”, “What time is the IPL match tonight?”, “What’s the current IPL score?”, “Who is batting right now?”

আরও পড়ুন: কয়েক দিন পর রেস্তোরাঁর বুকিংও করে দেবে গুগল অ্যাসিসট্যান্ট

* “Give me an IPL fun fact”, “Show me the IPL points table”, “captains of all teams”, “Names of all teams” এবং আরও অনেক কিছু সম্পর্কে তথ্য জানতে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।

* গুগল অ্যাসিস্টেন্টকে ব্যক্তিগত কৌতূহলের প্রশ্ন করতে পারেন, “What are your predictions for IPL Season?”, “Do you love the helicopter shot?”, “Do you like batting or bowling”?

এই কয়েকটি বিষয় যা আপনি এই আইপিএল ২০১৯ মরসুমে গুগল অ্যাসিস্টেন্টকে জিজ্ঞাসা করতে পারেন।

না-ই বা থাকল চোখের সামনে টিভি, গুগল অ্যাসিস্টেন্ট তো রয়েছে।

Read the full story in English

IPL google
Advertisment