করোনাসঙ্কটের জেরে গুগল সম্পূর্ণভাবে বাতিল করে দিল তাদের বার্ষিক প্রযুক্তি-উন্নয়ন সম্মেলন গুগল I/O। এর আগে গুগল জানিয়েছিল, প্রয়োজনে এই সম্মেলন তারা 'ভার্চুয়াল' প্ল্যাটফর্মে করবে। কিন্তু বিশ্বজুড়ে করোনার ক্ৰমবৰ্ধমান দাপটের জেরে গুগল এবার এক বিবৃতিতে জানিয়ে দিল, কোনও ফরম্যাটেই এই সম্মেলন এখন অনুষ্ঠিত হবে না। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম গতকাল নিতান্ত প্রয়োজন ছাড়া শহরের মানুষের বাড়ির বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
আরও পড়ুন: করোনার জেরে বেড়েছে হোয়াটসঅ্যাপ কলিং, চিন্তায় কপালে ভাঁজ ফেসবুকের
গুগল তাদের বিবৃতিতে জানিয়েছে, "বর্তমান পরিস্থিতিতে আমাদের একটাই লক্ষ্য, করোনা-চ্যালেঞ্জের মুখোমুখি হতে মানুষকে সাহায্য করা। মানুষ যাতে নিরাপদ থেকেও নিজেদের মধ্যে যোগাযোগে থাকতে পারেন, প্রযুক্তিগতভাবে সেটা সুনিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করব আমরা। আমাদের অ্যানড্রয়েড মোবাইলগুলির বিষয়ে ব্লগ এবং অন্যান্য কমিউনিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অবশ্যই আপডেট দিতে থাকব।"
প্রসঙ্গত, ফেসবুক এবং অ্যাপল সহ বিশ্বের নামীদামী বিভিন্ন প্রযুক্তি সংস্থাগুলি তাদের 'প্রোডাক্ট লঞ্চ' পিছিয়ে দিতে বাধ্য হয়েছে করোনার জেরে। গুগলও সেই পথেই হেঁটে বাধ্য হলো তাদের বার্ষিক I/O সম্মেলন পিছিয়ে দিতে। এই সম্মেলনে সাধারণত গুগল তাদের বিভিন্ন অ্যানড্রয়েড মোবাইল সংক্রান্ত আপডেট এবং গুগল ম্যাপ, ক্রোম ওএস, গুগল অ্যাসিস্ট্যান্ট প্রভৃতির নতুন ফিচার্স প্রকাশ করে।
বর্তমান পরিস্থিতিতে গুগল কবে তাদের অ্যানড্রয়েড ১১ লঞ্চ করবে, তা অনিশ্চিত। তবে এ বিষয়ে গুগল যে নিয়মিত আপডেট ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে দিতে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই।