Advertisment

বিভ্রান্তি দূর করতে ফেক রিভিউ মুছে ফেলল গুগল

ইতিমধ্যেই প্লেস্টোর থেকে কয়েক লক্ষ জাল রিভিউ সরিয়ে ফেলা হয়েছে। কারণ হিসাবে গুগল জানিয়েছে, যারা এই ধরনের জালিয়াতি সম্পর্কে অবগত নন, তাঁদের ঠকানো হয় এসব রিভিউয়ের মাধ্যমে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাম্প্রতিককালে গুগল প্লে-স্টোরে নানা রকমের অ্যাপের ক্রমবর্ধমান জাল রিভিউ মানুষকে বিভ্রান্ত করে তুলছে। অবশেষে এই বিষয়টি নজরে এলো গুগলের, এবং আসা মাত্রই সিদ্ধান্ত নেওয়া হলো, নামীদামি হোক কিংবা বহুল জনপ্রিয় অ্যাপ, মুছে ফেলা হবে ভুয়ো রিভিউ। ইতিমধ্যেই প্লেস্টোর থেকে কয়েক লক্ষ জাল রিভিউ সরিয়ে ফেলা হয়েছে। কারণ হিসাবে গুগল জানিয়েছে, যারা এই ধরনের জালিয়াতি সম্পর্কে অবগত নন, তাঁদের ঠকানো হয় এসব রিভিউয়ের মাধ্যমে।

Advertisment

একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, "আমাদের দেখানো রেটিং এবং পর্যালোচনাগুলি সঠিক রাখতে হবে, যাতে বোঝা যাবে অ্যাপটি আদৌ কোনো কাজের কিনা। তা নিশ্চিত করতে হবে ভোক্তাদের কাছে।" Google এছাড়াও এমন পদ্ধতি তালিকাবদ্ধ করেছে যার ফলে প্লে-স্টোর ডেভেলপাররা তাঁদের অ্যাপ আপলোড করার ক্ষেত্রে কিছু নির্দেশিকা পালন করতে বাধ্য হবেন।

আরও পড়ুন: চলতি বছরে গুগলে দেদার চলেছে চাকরির খোঁজ

নির্দেশিকা লঙ্ঘন করে এমন রিভিউ, খারাপ বিষয়ের ওপর একাধিক ভুয়ো রিভিউ রয়েছে। সে সব অ্যাপের ক্ষেত্রে দেখা গেছে ওয়ান স্টারের জায়গায় কৃত্রিম বুস্টের মাধ্যমে তাদের রেটিং গিয়ে পৌঁছেছে ফাইভ স্টারে।

কেবলমাত্র Google Play Store নয়, জাল রিভিউ ইন্টারনেটে সম্প্রতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন রোটিং একটি ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। অ্যাপ ডাউনলোড করবেন কিনা, তা অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে রেটিংয়ের ওপর। এরকম অ্যাপের খোঁজ করলে, একাধিক অ্যাপের মুখোমুখি হতে হয়। তখন কিছু ক্ষেত্রে অগাধ ভরসা করে কেউ ডাউনলোড করে বসেন অ্যাপটি। কিন্ত বহু ক্ষেত্রে সেই রেটিং অ্যাপের পরিকাঠামোর হিসাবে সম্পূর্ণ ভুল। কাজেই বিশ্বাস ক্ষয় হয় ভোক্তাদের।

Read the full story in English

google
Advertisment