প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশাকে সত্যি করে বাজারে এল Pixel 6a। বুধবার থেকে শুরু হয়েছে Google I/O 2022, অনুষ্ঠানের প্রথম দিনে একাধিক নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হল Google। এর মধ্যেই অন্যতম কোম্পানির লেটেস্ট স্মার্টফোন Pixel 6a। Google Pixel 6a মডেলের ডিজাইন Pixel 6 সিরিজের মতই।
মূলত একটি ভ্যারিয়েন্টেই লঞ্চ করা হয়েছে Pixel 6a। 6GB RAM এবং 128GB ইন্টারন্যাল স্টরেজ ভ্যরিয়েন্টেই সামনে আনা হয়েছে নয়া এই স্মার্ট ফোন। Pixel 6a-র দাম 449 মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই দাম প্রায় ৩৫ হাজার টাকা।
আগামী ২১ জুলাই থেকেই মার্কিন যুক্তরাস্ট্রে এই ফোন বিক্তির জন্য উপলব্ধ হবে বলেও জানা গিয়েছে। মোট তিনটি রঙে লঞ্চ করা হয়েছে নতুন এই পিক্সেল ফোন। Google নিশ্চিত করেছে যে Pixel 6a এই বছরের শেষের দিকে ভারতে আসবে। তবে ঠিক কবে অথবা কোন মাসে ভারতে লঞ্চ করা হবে সেব্যাপারে কোন তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন: WhatsApp: মেসেজে রিঅ্যাকশন ফিচার সম্পর্কে জানুন বিস্তারিত
Pixel 6a স্পেসিফিকেশন
Pixel 6a ফোনে Anroid 12 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 FHD+ OLED ডিসপ্লে। তবে এই ডিসপ্লেতে 60Hz রিফ্রেশ রেট থাকবে। ফোনের ভিতরে থাকছে Google Tensor অক্টা কোর প্রসেসর ও Titan M2 সিকিউরিটি চিপ। এই ফোনে GB LPDDR5 RAM দিয়েছে Google।
Pixel 6a-র পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 12.2 MP সেন্সর। এছাড়াও রয়েছে একটি 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে একটি 8 MP ক্যামেরা। এই ফোনে রয়েছে স্টেরিও স্পিকার, দুটি মাইক্রোফোন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নয়েজ সাপ্রেশন সিস্টেম। এর সঙ্গে রয়েছে আগামী পাঁচ বছরের সিকিউরিটি আপডেট। অ্যান্টি ম্যালওয়্যার সুরক্ষা সহ আরও অনেক কিছু।
Pixel 6a- ফোনে রয়েছে 4306mAh ব্যাটারি। Pixel 6a-তে মিলবে 128 GB স্টোরেজ। এই ফোনে থাকছে না 3.5 mm হেডফোন জ্যাক। থাকছে 5G কানেক্টিভিটি। এছাড়াও এই ইভেন্টের হাত ধরেই সামনে আনা হয়েছে Pixel Watch, চলতি বছরের শেষেই সংস্থা আনতে চলেছে Pixel 7 সিরিজ সঙ্গে আনতে চলেছে Pixel Tablet।