Google Pixel 9A Launch Today: Google Pixel 9A স্মার্টফোন অবশেষে লঞ্চ হয়েছে। এটি গুগলের ফ্ল্যাগশিপ Google Pixel 9 লাইনআপের একটি অ্যাফোর্ডেবল ফোন। এই নতুন স্মার্টফোনটি Pixel 9-এর মতো ডিজাইনের, তবে কিছু পরিবর্তন রয়েছে। এই ফোনটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং গুগলের Tensor G4 প্রসেসরের সঙ্গে বাজারে এসেছে। এখানে আমরা এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছি।
Google Pixel 9A-এর দাম
গুগলের নতুন Pixel 9A স্মার্টফোনটি ৪৯,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। এটি ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ-সহ বাজারে এসেছে। কোম্পানি এর আরেকটি ভ্যারিয়েন্ট চালু করবে, যেখানে ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। এই ফোনটি Flipkart-এ বিক্রি হবে।
Google Pixel 9A স্মার্টফোনটি ভারতের বাজারে সরাসরি iPhone 16e-এর প্রতিদ্বন্দ্বী হবে। iPhone 16e-এর দাম ৫৯,৯০০ টাকা।
Google Pixel 9a স্পেসিফিকেশনস
ডিসপ্লে: Google Pixel 9a-তে দেওয়া হয়েছে ৬.৩ ইঞ্চির Actua pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪২৪×১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে HDR সাপোর্ট এবং Gorilla Glass 3 প্রোটেকশন রয়েছে।
আরও পড়ুন নয়া স্মার্টফোনে আলোড়ণ ফেলল Oppo, পিছিয়ে নেই Samsung-ও, বাজিমাতে Galaxy F16-এই ভরসা
প্রসেসর: এই নতুন ফোনে রয়েছে Google-এর Tensor G4 চিপসেট, যা Pixel 9 সিরিজেও ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে Titan M2 সিকিউরিটি চিপ রয়েছে। ফোনটি ৮ জিবি RAM-এর সঙ্গে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে।
ক্যামেরা: Pixel 9a স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। এছাড়া রয়েছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ক্যামেরা ফিচারগুলোর মধ্যে Add Me, Face Unblur, Magic Editor এবং Eraser অন্তর্ভুক্ত।
আরও পড়ুন Oppo-এর নয়া চমক! F29 সিরিজ বাজারে ঝড় তুলবে, দাম,ডিজাইন, ফিচার্সে সবাই ডাহা ফেল
ব্যাটারি এবং অন্যান্য ফিচার্স: এই ফোনে আছে ৫১০০mAh ব্যাটারি, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি Android 15-এ চলে, যা ৭ বছর পর্যন্ত আপডেট পাবে। ফোনটির IP68 রেটিং, স্টেরিও স্পিকার, Car Crash Detection, Wi-Fi 6E, NFC এবং eSIM সাপোর্ট রয়েছে।