পুজো কাটান রাজার হালে! জৌলস বাড়ান Hero Glamour-এর সঙ্গে, পান অবিশ্বাস্য ছাড়

এবারের পুজোয় নিজের জৌলস আরও বাড়িয়ে তুলুন Hero Glamour-এর সঙ্গে। জিএসটি কমার ফলে এখন জলের দরে মিলছে এই প্রিমিয়াম বাইক।

এবারের পুজোয় নিজের জৌলস আরও বাড়িয়ে তুলুন Hero Glamour-এর সঙ্গে। জিএসটি কমার ফলে এখন জলের দরে মিলছে এই প্রিমিয়াম বাইক।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

পুজো কাটান রাজার হালে! জৌলস বাড়ান Hero Glamour-এর সঙ্গে,পান অবিশ্বাস্য ছাড়

এবারের পুজোয় নিজের জৌলস আরও বাড়িয়ে তুলুন Hero Glamour-এর সঙ্গে। জিএসটি কমার ফলে এখন জলের দরে মিলছে এই প্রিমিয়াম বাইক। 

Advertisment

আপনি কী নিজের জন্য একটি গ্ল্যামার এক্সটেক কিনতে চাইছেন? বাইকের দামে উল্লেখযোগ্য কাটছাঁট হওয়ায় ক্রেতাদের মুখে চওড়া হাসি। হিরোর জনপ্রিয় এই বাইকের ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট এখন এক্স-শোরুমে পাওয়া যাচ্ছে মাত্র ৮৮,৩৪৬ টাকায়, আর ড্রাম ব্রেক ভেরিয়েন্ট মিলছে ৮৪,১০৬ টাকায়। অর্থাৎ আগের দামের তুলনায় কমেছে প্রায় ৫,০০০ টাকা।

হিরো গ্ল্যামার এক্সটেকে রয়েছে 124.7 সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা 11.5 এইচপি শক্তি এবং 10.5 এনএম টর্ক জেনারেট  করে। সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স, যা দেয় মসৃণ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স।

Advertisment

ডিজাইনের দিক থেকেও বাইকটিতে এসেছে বড় পরিবর্তন। নতুন মডেলে থাকছে স্পোর্টি লুক, এলইডি হেডল্যাম্প ও টেললাইট, শার্প ট্যাঙ্ক ডিজাইন, লম্বা উইন্ডস্ক্রিন এবং চওড়া হ্যান্ডেলবার। সিট আরও আরামদায়ক করা হয়েছে এবং বাড়ানো হয়েছে স্টোরেজ স্পেস।

বৈশিষ্ট্যের দিক থেকেও হিরো গ্ল্যামার এখন অনেক এগিয়ে। প্রথমবারের মতো এই সেগমেন্টে দেওয়া হয়েছে ক্রুজ কন্ট্রোল সুবিধা, যা সাধারণত কেবল প্রিমিয়াম বাইক যেমন KTM 390 Duke বা TVS Apache RTR 310-এ পাওয়া যেত। বাইকটিতে রয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটল ও তিনটি রাইডিং মোড—ইকো, রোড এবং পাওয়ার।

তাছাড়া রয়েছে ব্লুটুথ সংযোগ সহ অ্যাডাপ্টিভ LCD ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং ফুল-এলইডি লাইটিং। প্রতিযোগিতার দিক থেকে এই বাইক সরাসরি টিভিএস রেইডার ১২৫, হোন্ডা এসপি ১২৫, হোন্ডা সিবি১২৫ হর্নেট এবং বাজাজ পালসার ১২৫-এর সঙ্গে টেক্কা দিচ্ছে। 

ঘরে বসেই কীভাবে নিজের জন্য বেছে নেবেন jio VIP নম্বর? জানুন এই পদ্ধতি এক ক্লিকেই

Hero MotoCorp