Jio VIP Number: ঘরে বসেই কীভাবে নিজের জন্য বেছে নেবেন jio VIP নম্বর? জানুন এই পদ্ধতি এক ক্লিকেই

Jio VIP Number: আজকের দিনে মোবাইল নম্বর আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে । সহজে মনে রাখা যায় এবং বিশেষ প্যাটার্নের ভিআইপি নম্বর আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

Jio VIP Number: আজকের দিনে মোবাইল নম্বর আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে । সহজে মনে রাখা যায় এবং বিশেষ প্যাটার্নের ভিআইপি নম্বর আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio 949 recharge plan, Jio vs Airtel, Vi recharge comparison, BSNL 5G plan, Jio Cinema free, Jio OTT recharge, 84 days Jio plan, Jio new recharge 2025, budget 5G recharge, Jio recharge offer

রিলায়েন্স জিও দেশের শীর্ষ টেলিকম সংস্থা।

Jio VIP Number: আজকের দিনে মোবাইল নম্বর আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে । সহজে মনে রাখা যায় এবং বিশেষ প্যাটার্নের ভিআইপি নম্বর আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ভারতের প্রায় সব বড় টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের ভিআইপি বা কাস্টমাইজড নম্বর বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। আপনি যদি একটি অনন্য নম্বর নিতে চান, তবে দেখে নিন জিও, ভোডাফোন আইডিয়া (Vi), এয়ারটেল এবং বিএসএনএল কীভাবে এই পরিষেবা আপনাকে অফার করছে।

Advertisment

জিও ভিআইপি নম্বর সুবিধা

জিও ব্যবহারকারীরা তাদের পুরনো নম্বরের সঙ্গে ম্যাচ করে একটি নতুন নম্বর বেছে নিতে পারেন। বিশেষত্ব হল—গ্রাহকরা চাইলে অন্য সার্কেল থেকেও নম্বর নিতে পারবেন। ভিআইপি নম্বরের জন্য জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এরপর উপলব্ধ তালিকা থেকে নম্বর নির্বাচন করে হোম ডেলিভারির অনুরোধ জানানো যাবে।

Vi ভিআইপি নম্বর

ভোডাফোন আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য ভিআইপি নম্বর কেনার আলাদা সুবিধা রয়েছে। এই নম্বরগুলিতে বিশেষ ডিজাইন ও অনন্য কম্বিনেশন দেওয়া হয়। দাম নির্ভর করে আপনার পছন্দের নম্বরের ধরণের উপর। Vi–এর অফিসিয়াল ওয়েবসাইটে "VIP Number" বিভাগে গিয়ে বিনামূল্যে অথবা প্রিমিয়াম নম্বর বেছে নেওয়া যায়। পেমেন্ট সম্পূর্ণ করার পর সিম সরাসরি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

Advertisment

এয়ারটেল ভিআইপি নম্বর

এয়ারটেল বর্তমানে তাদের ওয়েবসাইট বা অ্যাপে ভিআইপি নম্বর বেছে নেওয়ার বিকল্প দেয় না। নতুন নম্বর নিতে চাইলে গ্রাহকদের নিকটবর্তী এয়ারটেল স্টোরে যোগাযোগ করতে হবে।

BSNL ভিআইপি নম্বর

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল–ও গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করেছে। BSNL–এর "Choose Your Number" ওয়েবসাইটে গিয়ে রাজ্য নির্বাচন করে প্রাথমিক, শেষ বা নির্দিষ্ট সিরিজ অনুযায়ী নম্বর চয়েজ করা যাবে। অনলাইনে নম্বর রিজার্ভ করা সম্ভব হলেও, সিম ডেলিভারির জন্য নিকটবর্তী BSNL অফিসে যেতে হবে।

অতএব, আপনার ব্যক্তিত্ব ও স্টাইলকে আরও ফুটিয়ে তুলতে চাইলে একটি ভিআইপি নম্বর নেওয়া হতে পারে দারুণ সিদ্ধান্ত। জিও, Vi এবং বিএসএনএল এই পরিষেবা অনলাইনে দিলেও, এয়ারটেল ব্যবহারকারীদের আপাতত এয়ারটেল স্টোড় থেকেই খোঁজ নিতে হবে।

৯০ দিন আর রিচার্জ করতেই হবে না, জানিয়েই দিল Airtel

Jio-Airtel-Vi BSNL JiO airtel vi jio jio