Hero Splendor Electric Bike: পেট্রোল খরচ অতীত,মাইলেজের রাজা! নতুন মোড়কে তুফানি গতি, ঝড় তুলবে Hero Splendor ইলেকট্রিক

Hero Splendor Electric Bike: আসছে Hero Splendor Electric! জনপ্রিয় স্প্লেন্ডার এবার ইলেকট্রিক অবতারে। একবার চার্জে চলবে ১২০–১৫০ কিমি পর্যন্ত। দাম কত? জেনে নিন Hero Splendor EV-এর সম্ভাব্য ফিচার, মাইলেজ ও লঞ্চ ডিটেলস।

Hero Splendor Electric Bike: আসছে Hero Splendor Electric! জনপ্রিয় স্প্লেন্ডার এবার ইলেকট্রিক অবতারে। একবার চার্জে চলবে ১২০–১৫০ কিমি পর্যন্ত। দাম কত? জেনে নিন Hero Splendor EV-এর সম্ভাব্য ফিচার, মাইলেজ ও লঞ্চ ডিটেলস।

author-image
IE Bangla Tech Desk
New Update
Hero Splendor Electric Bike 2027, Hero Splendor Electric, Splendor EV, Hero Splendor Electric Launch, Hero Electric Bike, Hero Splendor EV Price, Hero Splendor Electric Range, Hero Splendor Electric Mileage, Splendor Electric 2027, Hero Electric Two Wheeler, Hero MotoCorp EV, Splendor Electric Bike India, Electric Splendor Launch Date, Electric Bike Under 1 Lakh, Hero Vida Electric, Electric Bike News, Hero Splendor Electric Specs, স্লেন্ডার ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক বাইক দাম, Hero Splendor EV Mileage, Hero Splendor Electric Features

নতুন মোড়কে পান তুফানি গতি

Hero Splendor Electric Bike: মাইলেজ নিয়ে আর নো টেনশন! Hero Splendor ফিরছে ইলেকট্রিক অবতারে। রিপোর্ট ঘিরে উচ্ছ্বাস। 

Advertisment

ভারতের বাইক ও স্কুটারের বাজারে বৈদ্যুতিক টু-হুইলারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। Ola, Ather ও TVS-সহ একাধিক সংস্থা ইতিমধ্যেই এই দৌড়ে নাম লিখিয়েছে। এবার সেই প্রতিযোগিতায় নয়া চমক দিতে প্রস্তুত দেশের শীর্ষ দু-চাকা প্রস্তুতকারী সংস্থা Hero MotoCorp। এবার বাজারে আসতে চলেছে আইকনিক Hero Splendor-এর ইলেকট্রিক সংস্করণ।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, Splendor Electric-বাজারে আনার কাজ জোরকদমে চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মধ্যেই বাজারে আসতে পারে এই বহু প্রতীক্ষিত ই-বাইক।

Advertisment

আরও পড়ুন-  300GB ডেটা ফ্রি! জিও-র অফারে 'বুকে ব্যাথা' Airtel-Vi-এর

বহু বছর ধরে Hero Splendor ভারতের বাজেট সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের তকমা ধরে রেখেছে। এবার সেই জনপ্রিয়তাকেই ভিত্তি করে সংস্থা তৈরি করছে এমন একটি ইলেকট্রিক মডেল, যা সাধারণ মানুষের মাইলেজ সংক্রান্ত চিন্তা দূর করবে। সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য ই-বাইক এনে মধ্যবিত্ত ক্রেতাদের নতুন ভরসা হয়ে উঠতে পারে Splendor Electric। Splendor Electric ছাড়াও Hero ইতিমধ্যেই তাদের Vida সাব-ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। পাশাপাশি, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে আরও ৬টি নতুন ইলেকট্রিক মডেল আনার পরিকল্পনা করছে সংস্থা। 

আরও পড়ুন-  উপহার হোক নান্দনিক, স্মার্ট! ভাইফোঁটায় বোনকে দিন সেরা চমক

Splendor EV-তে থাকতে পারে ৪ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর, যা শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট শক্তিশালী। রিপোর্ট অনুযায়ী, একবার চার্জে এটি ১২০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত চলবে এই আইকনিক বাইক। চার্জ করতে সময় লাগবে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা, এবং বাড়ির সাধারণ প্লাগ দিয়েই চার্জ দেওয়া সম্ভব। রিমুভেবল ব্যাটারির সুবিধা থাকায় অফিস বা বাইরে থেকেও সহজেই চার্জ করা যাবে। যারা প্রতিদিন ২০–৪০ কিলোমিটার পর্যন্ত বাইক চালান, পেট্রলের দাম নিয়ে চিন্তিত, পাশাপাশি পরিবেশবান্ধব বাইকের সন্ধান করছেন তাঁদের জন্য আদর্শ হবে Splendor EV। 

আরও পড়ুন-  ভাইফোঁটার বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দী করুন, এই স্মার্টগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

যদিও Hero এখনও অফিসিয়ালি বাইকের দাম বা বিস্তারিত বিবরণ সামনে আনে নি। তবে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ১.১০ লক্ষ টাকা থেকে ১.৩০ লক্ষ (এক্স-শোরুম) মূল্যে বাজারে আসতে পারে এই ইভি। সরকারি সাবসিডি পেলে দাম ১ লক্ষেরও নিচে নেমে যেতে পারে। ফলে মাসে পেট্রল খরচ যেখানে ২,০০০–৩,০০০, সেখানে ইলেকট্রিক চার্জে খরচ হবে মাত্র ২০০–৩০০ টাকা। অর্থাৎ মাসে প্রায় ২,৫০০ টাকা সাশ্রয়! সূত্রের খবর, Hero ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে Splendor EV লঞ্চ করতে পারে। থাকতে পারে একাধিক স্মার্ট ফিচার ও কানেক্টিভিটি। 

electric bike