Jio Diwali Offer: 300GB ডেটা ফ্রি! জিও-র অফারে 'বুকে ব্যাথা' Airtel-Vi-এর

Jio Recharge Plans 2025: আপনার জন্য জিও ২০২৫-এর সর্বশেষ প্রিপেড ও পোস্টপেড প্ল্যান! ৩০০GB পর্যন্ত ডেটা-সহ সেরা প্ল্যানগুলো শুরু মাত্র ৩৪৯ টাকা থেকে।

Jio Recharge Plans 2025: আপনার জন্য জিও ২০২৫-এর সর্বশেষ প্রিপেড ও পোস্টপেড প্ল্যান! ৩০০GB পর্যন্ত ডেটা-সহ সেরা প্ল্যানগুলো শুরু মাত্র ৩৪৯ টাকা থেকে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Jio recharge plan, Jio 84 days plan, Free Netflix, Jio OTT subscription, Jio data plan, Unlimited calls Jio, Jio internet offer, Jio 2025 plan, Jio Netflix offer, Jio online recharge

ঝড় তুলল jio

Jio Recharge Plan 2025: Jio তাদের গ্রাহকদের জন্য একের পর এক চমৎকার প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান অফার করছে। বর্তমান সময়ে সেরা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা লাভ করতে  ব্যবহারকারীরা ৫জি ডেটা, OTT সাবস্ক্রিপশন এবং অনলিমিটেড কলিং সুবিধা খুঁজছেন। জিও এই চাহিদা পূরণে সেরা প্ল্যানগুলো নিয়ে এসেছে, যা ৩৪৯ টাকা থেকে শুরু করে ১,৫৪৯ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

Advertisment

এই প্রিপেড প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন ৩০০GB ডেটা। প্ল্যানে রয়েছে অনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS। এছাড়াও, JioTV এবং Jio Hotstar-এর ফ্রি অ্যাক্সেস রয়েছে, যা OTT ভক্তদের জন্য বিরাট সুবিধা। ৪৪৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন ৭৫GB ডেটা। প্ল্যানে তিনটি অতিরিক্ত ফ্যামিলি সিম ব্যবহার করার সুযোগও রয়েছে। সঙ্গে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি SMS এবং JioTV, Jio Hotstar-এর ফ্রি অ্যাক্সেস মিলবে।

আরও পড়ুন- রিলায়েন্সের দিওয়ালি অফার! ২০০০ টাকায় সোনা কিনুন, ২% পান বিনামূল্যে, ১০ লক্ষের পুরস্কার জেতার সুযোগ

Advertisment

পাবেন আনলিমিটেড ডেটা

এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ডেটা। প্রতিদিন ১০০টি ফ্রি SMS এবং অনলিমিটেড কলিং সুবিধা থাকবে। এছাড়াও, JioTV এবং Jio Hotstar-এর অ্যাক্সেসও মিলবে। এই প্ল্যানকে সবচেয়ে প্রিমিয়াম প্ল্যান ধরা হচ্ছে। যেখানে ৩০০GB ডেটা-সহ, ব্যবহারকারীরা পাবেন অনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS। OTT সুবিধা হিসেবে রয়েছে Jio Hotstar, JioTV, Netflix (মোবাইল) এবং Amazon Prime Lite।

আরও পড়ুন- দিওয়ালিতে খুশির বাঁধ ভাঙল! এক বছর আর সিম কার্ড রিচার্জের প্রয়োজন নেই, সস্তার এই অফার বাজারে তোলপাড় ফেলল

জিও এই সকল প্ল্যানে যোগ্য ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা দিচ্ছে। ফলে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার নিশ্চিত। এই প্ল্যানগুলো কেবল ইন্টারনেট এবং কলিং সুবিধা দেয় না, বরং OTT সাবস্ক্রিপশন সমন্বয় করে বিনোদন, পড়াশোনা, এবং কাজের জন্য পুরোপুরি মোবাইল-ফ্রেন্ডলি সমাধান খুঁজে দেয়। যার ফলে ৩০০GB ডেটা ব্যবহারকারীরা সহজেই পাবেন মাসব্যাপী দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

আরও পড়ুন- বোমার মত ফাটবে বাড়ির গিজার, ভুলেও এই কাজ করবেন না

বেশ কিছুদিন আগে থেকেই মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলো একের পর এক অফার দিচ্ছিল। এই অফারের সবটাই বাজার দখলের লক্ষ্যে। তবে, তা হলেও যাঁরা এই অফারগুলো নিচ্ছেন, তাঁরা সেগুলো চুটিয়ে উপভোগ করছেন। গ্রাহকদের লাভ বলতে এটুকুই। বর্তমানে অবশ্য সাম্প্রতিক অতীতের তুলনায় বড় মাপের অফার দেওয়াটা কিছুটা হলেও কমেছে। তবে, এখনও যেটুকু পাওয়া যাচ্ছে, গ্রাহকদের কাছে সেটাও অনেক।

2025 jio recharge plan