Hero Vida V2 Electric Scooter Price Drop: এক চার্জে ধর্মতলা থেকে দার্জিলিং, সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারে পান ৩০ হাজারের ছাড়

Hero Vida V2 Electric Scooter Price Drop: Hero MotoCorp তাদের ইলেকট্রিক স্কুটার Vida V2-এর দাম ৩২,০০০ টাকা পর্যন্ত কমিয়েছে। এখন Vida V2 TVS iQube ও Bajaj Chetak-এর তুলনায় আরও সস্তা। জেনে নিন নতুন দাম ও রেঞ্জের বিশদ।

Hero Vida V2 Electric Scooter Price Drop: Hero MotoCorp তাদের ইলেকট্রিক স্কুটার Vida V2-এর দাম ৩২,০০০ টাকা পর্যন্ত কমিয়েছে। এখন Vida V2 TVS iQube ও Bajaj Chetak-এর তুলনায় আরও সস্তা। জেনে নিন নতুন দাম ও রেঞ্জের বিশদ।

author-image
IE Bangla Tech Desk
New Update
 Hero Vida V2 Electric Scooter

Hero Vida V2 এক চার্জে ধর্মতলা থেকে দার্জিলিং

Hero Vida V2 Electric Scooter Price Drop: দেশের ইলেকট্রিক টু-হুইলার স্কুটারের বাজারে Bajaj Chetak ও TVS iQube-এর আধিপত্যের মাঝে বড় চমক দিল Hero MotoCorp। সংস্থা তাদের জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার Vida V2-এর দাম একধাক্কায় ৩২,০০০ টাকা পর্যন্ত কমিয়েছে। ফলে এখন Vida V2 ইলেকট্রিক স্কুটারটি Bajaj Chetak ও TVS iQube-এর তুলনায় এখন আরও সস্তায় কেনার সুযোগ পাবেন।

Advertisment

রিমোটেই লুকিয়ে আসল 'ফান্ডা', গরমে দেদার এসি চালিয়েও ঝড়ের বেগে কমবে বিদ্যুৎ বিল

Hero Vida V2 এখন তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে—Lite, Plus এবং Pro। এই স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ অপসারণযোগ্য ব্যাটারি। Vida V2 Lite ভেরিয়েন্টে রয়েছে ২.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক, কোম্পানির দাবি এই ইলেকট্রিক স্কুটারটি ৯৪ কিমি রেঞ্জ প্রদান করে।  Plus ভেরিয়েন্টে রয়েছে ৩.৪ কিলোওয়াট ব্যাটারি, যেটি ১৪৩ কিমি রেঞ্জ প্রদান করে। সর্বোচ্চ রেঞ্জের Pro ভেরিয়েন্টে ৩.৯ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা ১৬৫ কিমি রেঞ্জ দিতে সক্ষম।

পাঁচ হাজারের কমে চাই অত্যাধুনিক স্মার্টওয়াচ? এক ক্লিকেই বেছে নিন আপনার পছন্দের সেরা ঘড়িটি

Advertisment

 নতুন দাম:

  • Vida V2 Lite: এখন এক্স-শোরুম মূল্য ৭৪,০০০ টাকা (২২,০০০ টাকা কম)
  • Vida V2 Plus: এখন এক্স-শোরুম মূল্য ৮২,৮০০টাকা (৩২,০০০ টাকা কম)
  • Vida V2 Pro: এখন দিল্লিতে এক্স-শোরুম মূল্য ১,২০,০০০ (১৪,৭০০ টাকা কম)

অন্যদিকে, Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম ৯৮,৪৯৮ টাকা এবং Bajaj Chetak একবার চার্জে ১২৩ কিমি রেঞ্জ প্রদান করে। TVS iQube-এর দাম শুরু ৮৯,৯৯৯ টাকা থেকে। Hero MotoCorp-এর এই দাম কমার ফলে Vida V2 এখন বাজারের অন্যতম সেরা সাশ্রয়ী ও শক্তিশালী ইলেকট্রিক স্কুটার হিসাবে তার জায়গা করে নিয়েছে। 

পারল না ডাক্তাররা, করে দেখাল ChatGPT! বছর খানেক আগেই ক্যানসারের আভাসে তোলপাড় ফেলল AI

এবার ননস্টপ কুলিং মাত্র ১৫০০ টাকায়, ৫ সেরা পোর্টেবল এসি-তেই মিলবে তৃপ্তির স্বাদ