AC Installation Charges : কোম্পানি আর বোকা বানাতে পারবে না, জানুন AC ইন্সটলেশনের সঠিক খরচ

AC Installation Charges : কোন কোম্পানির কত টনের এসি কিনবেন তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে বিভ্রেন্তি। পাশাপাশি অনেকেই জানেন না এসি কেনার পর লুকানো এই খরচ সম্পর্কে।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC Installation Charges : কোম্পানি আর বোকা বানাতে পারবে না, জানুন AC ইন্সটলেশনের সঠিক খরচ

কোম্পানি আর বোকা বানাতে পারবে না, জানুন AC ইন্সটলেশনের সঠিক খরচ Photograph: (ফাইল ছবি)

AC Installation Charges :গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়ে উঠেছে। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশের মানুষের ভরসা এসি মেশিন। তবে কোন কোম্পানির কত টনের এসি কিনবেন তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে বিভ্রেন্তি। পাশাপাশি অনেকেই জানেন না এসি কেনার পর লুকানো এই খরচ সম্পর্কে, যেগুলি অনেক সময় কোম্পানিও গ্রাহকদের সচেতন করেন না। আজকের এই প্রতিবেদনে জানুন এসি কেনার পর কী কী লুকানো খরচ রয়েছে যেগুলি আপনাকে করতেই হবে। 

Advertisment

মার্চ মাস চলছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। গরম পড়ার সঙ্গে সঙ্গে বাজারে লাফিয়ে বাড়বে এসি মেশিনের চাহিদা। আপনিও কী গরমের আগে এসি কেনার বিষয়ে ভাবনা-চিন্তা করছেন? যদি আপনি এই গরমের আগেই এসি বাড়িতে বসানোর বিষয়ে ভেবে থাকেন তাহলে এটাও মাথায় রাখা জরুরি ,আপনাকে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে।

আপনি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো ই-কমার্স সাইট থেকে বা কোম্পানির রিটেল আউটলেট কিছুটা সস্তায় এসি কিনলেও এই টাকা আপনাকে দিতেই হবে। 

আসলে, এসির চাহিদা দেখে কোম্পানিগুলি ইনস্টলেশন এবং সার্ভিস চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আপনি যদি দেখেন, এখন বেশিরভাগ এসি  কোম্পানি এসি প্যাকেজের সাথে বিনামূল্যে গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলি দেওয়া বন্ধ করে দিয়েছে। পরিবর্তে, এই ডিভাইসগুলির জন্য গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে চার্জ করছে কোম্পানি। 

Advertisment

আপনি যখন এসি কিনবেন তখন কোম্পানি বা ডিলার আপনাকে এই লুকানো খরচ সম্পর্কে আগে থেকে আপনাকে সাধারণত কিছু জানায় না। এর মধ্যে রয়েছে অতিরিক্ত কপার পাইপ, জলের পাইপ, হ্যাঙ্গার, তার এবং এসির ইন্টলেশন চার্জ, ডেলিভারি চার্জ ইত্যাদি। 

ডেলিভারি চার্জ: আপনার বাড়িতে এসি পৌঁছে দিতে ডিলাররা ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত খরচ যোগ করেন। অনলাইনে এসি কিনলে ডেলিভারি চার্জ আপনি সহজেই এড়াতে পারবেন। 

ইনস্টলেশন চার্জ: কোম্পানির সার্ভিস এজেন্টরা ১,১০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্টলেশন চার্জ নেয়। এর সাথে আলাদাভাবে ১৮% জিএসটি যোগ করে বিল আপনাকে দেবে। 

ওয়াল মাউন্ট: স্প্লিট এসির আউটডোড় ইউনিট দেওয়ালে লাগানোর জন্য ওয়াল মাউন্ট ব্যবহার করা হয়। এর জন্যও গ্রাহকদের প্রায় ৮৫০ টাকা দিতে হয়।

কপার পাইপ: কোম্পানিগুলি বিনামূল্যে ৩ মিটার পর্যন্ত উত্তাপযুক্ত পাইপ সরবরাহ করে। এরপর, যদি আরও প্রয়োজন হয়, তাহলে প্রতি ৩ মিটার পাইপের জন্য ৪,৫০০ টাকা দিতে হবে।

ড্রেনেজ পাইপ: প্লাস্টিকের ড্রেনেজ পাইপের জন্য গ্রাহককে ৫০০ টাকা চার্জ করা হয়। 

পাওয়ার প্লাগ: কোম্পানিগুলি পাওয়ার প্লাগের জন্যও গ্রাহকদের থেকে আলাদা চার্জ করে। বাজারে একটি পাওয়ার প্লাগের দাম ১০০ টাকা।

বেশিরভাগ গ্রাহকদের এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময় অতিরিক্ত তামার পাইপের প্রয়োজন হয় না, তবে ড্রেনেজ পাইপ, পাওয়ার প্লাগ এবং ওয়াল মাউন্টের জন্য অতিরিক্ত ৩,২০০ টাকা খরচ হয়। বেশিরভাগ গ্রাহক ব্র্যান্ড ইনস্টলেশন বেছে নেন কারণ তারা মনে  করেন অন্য কাউকে দিয়ে নতুন এসি ইনস্টল করলে ওয়ারেন্টি আর পাবেন না। 

নেই ইন্সটলেশনের ঝামেলা! ওজনে কম, আকারেও কমপ্যাক্ট, পোর্টেবেল এই এসিতে পান দুর্দান্ত শীতলতা

Air Conditioner