New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/24/zfeoxyO2PwWgdPfFNt2J.jpg)
Whatsapp -এর সেরা আট স্মার্ট ফিচার
Whatsapp tricks: চ্যাট না খুলেই মেসেজ! হোয়াটসঅ্যাপের ৮টি অবাক করা ফিচার! জানলে আপনিও হবেন 'স্মার্ট ইউজার'!
Advertisment
আজকালকার দিনে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিং অ্যাপ নয়, বরং এটি হয়ে উঠেছে আমাদের ডিজিটাল জীবনের অবিচ্ছেদ্য অংশ। চ্যাট, কল, ফটো-ভিডিও শেয়ার বা ফাইল পাঠানো—সবই একটি অ্যাপের মাধ্যমেই আমরা করে থাকি। কিন্তু আপনি কি জানেন, হোয়াটসঅ্যাপের এমন কিছু গোপন ফিচার রয়েছে, যেগুলি অধিকাংশ মানুষ জানেন না? আজকের এই প্রতিবেদনেই রইল হোয়াটসঅ্যাপের ৮টি দুর্দান্ত ট্রিকস যা আপনাকে বানাতে পারে স্মার্ট ইউজার!
ATM এবং UPI থেকে তোলা যাবে PF-এর টাকা,কীভাবে? জানুন বিস্তারিত
- চ্যাট না খুলেই মেসেজ পাঠান
আপনি যদি কারও সঙ্গে আগে কখনও চ্যাট না করে থাকেন, তবুও মেসেজ পাঠাতে পারবেন সহজে!
ব্রাউজারে লিখুন: https://wa.me/91XXXXXXXXXX (X এর জায়গায় মোবাইল নম্বর)
এতে সরাসরি সেই নম্বরে চ্যাট উইন্ডো খুলে যাবে। - নিজেকে মেসেজ পাঠান – এখন হোয়াটসঅ্যাপেই নোটবুক!
নিজেকে মেসেজ পাঠানোর জন্য, হোয়াটসঅ্যাপে New Chat > নিজের নাম সিলেক্ট করুন এবং বার্তা লিখুন। এটি কাজে লাগবে লিস্ট, নোট বা জরুরি তথ্য সেভ রাখতে। - গুরুত্বপূর্ণ বার্তা ‘স্টার’ মার্ক দিয়ে সেভ করুন
কোনও গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে ঝামেলা?
শুধু মেসেজটি প্রেস করে ধরে রাখুন এবং Star মার্ক বেছে নিন।
পরে সহজে পাবেন “Starred Messages” বিভাগে। - বিরক্তিকর চ্যাট মিউট করুন, কিন্তু ব্লক না করে
বারবার নোটিফিকেশন পেতে পেতে বিরক্ত?
চ্যাটটি ধরে রেখে “Mute” প্রেস করুন, মিউট অপশন: ৮ ঘণ্টা, ১ সপ্তাহ, বা চিরতরে এর মধ্যে থেকে নিজের প্রয়োজন অনুসারে বেছে নিন। - হোয়াটসঅ্যাপ লক করুন ফিঙ্গারপ্রিন্টে
আপনার চ্যাট অন্য কেউ পড়ুক এটা নিশ্চয়ই আপনি চান না!
সেটিংস > Privacy > Fingerprint Lock এ গিয়ে ফিচারটি অন করুন। - ছবির কোয়ালিটি নষ্ট না করে পাঠান ডকুমেন্ট হিসেবে
শেয়ার করার সময় “Document” অপশন বেছে নিন, তারপর ছবিটি দিন। এতে ছবির রেজোলিউশন একদম অপরিবর্তিত থাকবে। - নির্দিষ্ট বার্তার সরাসরি রিপ্লাই দিন
গ্রুপ চ্যাটে অনেক মেসেজ একসঙ্গে এলে বিভ্রান্ত হন? নির্দিষ্ট বার্তায় সোয়াইপ করুন ডানদিকে, আর তাতেই রিপ্লাই দিন। কথোপকথন হবে আরও সহজ। - প্রোফাইল ছবি, স্ট্যাটাস লুকান নির্দিষ্ট কোন ব্যক্তির কাছ থেকে
সবাইকে সব কিছু দেখাতে চান না?
Settings > Privacy > Profile Photo / Status / Last Seen > My Contacts Except…এখান থেকে বেছে নিন কার থেকে নিজের ব্যক্তিগত বিষয় হাইড করে রাখতে চান।
Advertisment
Carrier থেকে Hitachi, কোন ব্র্যান্ডের এসি সবচেয়ে কম বিদ্যুৎ খরচ করে?
এই স্মার্ট ফিচারগুলি আপনাকে আরও নিরাপদ ও স্মার্ট হোয়াটসঅ্যাপ ইউজার করে তুলবে। আপনি যদি প্রতিদিন এই অ্যাপটি ব্যবহার করেন, তাহলে এই ফিচারগুলি আপনার কাজ অনেক সহজ করে দিতে পারে।