Honda Activa Electric Booking: শুরু হল Honda Activa ইলেকট্রিকের বুকিং। ইতিমধ্যেই যারা Honda Activa ইলেকট্রিক কেনার চিন্তাভাবনা করছেন তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। Honda ইতিমধ্যে লঞ্চ করেছে জন্য Honda Activa ইলেকট্রিক। এবার শুরু হল এই ইলেকট্রিক স্কুটারের বুকিং। নামমাত্র খরচে আপনি এক স্কুটারটি বুক করতে পারবেন।
নতুন বছর উপলক্ষে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি চমৎকার উপহার। কোম্পানি তার প্রথম ইলেকট্রিক স্কুটার Activa E এবং QC1 স্কুটারের বুকিং শুরু করেছে। আপনিও কী Activa বা QC1 কেনার পরিকল্পনা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন কত টাকা খরচ করে আপনি এই স্কুটার বুকিং করতে পারেন?
Honda এই বৈদ্যুতিক স্কুটারটির দাম এখনও সামনে আনেনি। তবে আশা করা হচ্ছে যে কোম্পানি অটো এক্সপো ২০২৫-এ উভয় স্কুটারের দাম সামনে আনবে। মুম্বই, বেঙ্গালুরু এবং দিল্লিতে নির্বাচিত ডিলারদের কাছে এই স্কুটারের বুকিং শুরু হয়েছে।
অন্যদিকে, দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, মুম্বাই এবং হায়দ্রাবাদে QC1 এর বুকিং শুরু হয়েছে। আপনি মাত্র হাজার টাকা খরচ করে এই স্কুটারগুলি বুক করতে পারেন৷
কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারটির ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি থেকে। স্কুটারটিতে, কোম্পানি 1.5kWh ডুয়াল অপসারণযোগ্য ব্যাটারি প্রদান করেছে যেটি একবার সম্পূর্ণ চার্জ করা হলে ১০২ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। Honda Activa ইলেকট্রিকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিমি এবং এই স্কুটারটি মাত্র ৭.৩ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত স্পীড তুলতে সক্ষম।
Honda QC1 স্কুটারটিতে রয়েছে ফিক্সড ব্যাটারি। এই স্কুটারটিতে রয়েছে 1.5 kWh ফিক্সড ব্যাটারি। এই স্কুটারে একটি 5 ইঞ্চি এলসিডি ইন্সট্রুমেন্ট প্যানেল দেওয়া হতে পারে। এছাড়াও এই স্কুটারটিতে একটি বড় বুট স্পেস রয়েছে ।