Honda Unicorn Updated Model: বাজারে এসেছে নতুন Honda Unicorn! আপডেটেড মডেলে এখন খেলা দেখাতে প্রস্তুত সংস্থা । নয়া এই মোটর বাইকে রয়েছে একাধিক লেটেস্ট ফিচার। যা অয়ানাসেই টেক্কা দেবে বাজারে থাকা এই দামের বাইককে । Honda Unicorn বাইকটি বিগত ২০ বছর ধরে গ্রাহকদের অন্যতম পছন্দের বাইক। এই ২০ বছরে মোটরসাইকেলটির ডিজাইনে কোনো পরিবর্তন আনেনি সংস্থা। আসুন জেনে নেওয়া যাক Honda Unicorn-এর নয়া মডেলে বিশেষ কী কী ফিচার যুক্ত করা হয়েছে।
নতুন হোন্ডা ইউনিকর্নে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইনস্টল করা হয়েছে। এর পাশাপাশি এই মোটরসাইকেলে এলইডি হেডল্যাম্প, একটি সার্ভিস রিমাইন্ডার, একটি ১৫ ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। বাইকটিতে একটি গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং একটি ইকো ইন্ডিকেটরও দেওয়া হয়েছে।
এই Honda বাইকে একটি 163 cc সিঙ্গেল-সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। বাইকে ইনস্টল করা এই ইঞ্জিনটি 13 bhp শক্তি জেনারেট করে এবং 14.6 Nm টর্ক জেনারেট করে। এই বাইকে রয়েছে একটি 5-স্পীড গিয়ার বক্স । এর সাথে OBD2 (অন-বোর্ড ডায়াগনস্টিকস 2)ও ইনস্টল করা আছে, যার কারণে এই বাইকটি একটি সীমার বেশি দূষণ সৃষ্টি করতে পারবে না।
এই নতুন মডেলের দাম কত?
মুম্বইয়ে Honda Unicorn-এর নতুন মডেলের অন-রোড দাম 1.34 লক্ষ টাকা থেকে শুরু । টপ মডেলের দাম 1.45 লক্ষ টাকা। হোন্ডার এই নতুন বাইকটি তিনটি রঙের বিকল্প সহ বাজারে লঞ্চ করা হয়েছে। ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং রেডিয়েন্ট রেড মেটালিক ।