/indian-express-bangla/media/media_files/2024/12/27/xg3zXvXf4qBZR2to2Oxe.jpg)
সুনিতা উইলিয়ামসের মাথায় 'সান্তা টুপি', বিতর্কের মুখে কী জবাব দিল নাসা? Photograph: (ফাইল চিত্র)
Sunita Williams: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আটকে পড়া NASA-এর মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বড়দিন উদযাপন করেছেন। সর্বশেষ ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, সুনিতা উইলিয়ামস মাথায় 'সান্তা টুপি' পরেছেন। এই ছবি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেক ব্যবহারকারী এই ছবি নিয়ে নানান প্রশ্ন তুলেছেন।
জানলে অবাক হবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর চলতি বছর ক্রিসমাস 'বিশেষ উপায়ে' উদযাপন করেছেন। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে মাথায় 'সান্তা টুপি', ক্রিসমাস মুডে সুনিতা। ছবিগুলি যখন একদিকে মানুষকে অবাক করেছে তেমনই এই ছবি সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
সুনিতা উইলিয়ামসের বড়দিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে নাসা। এখন সেই সকল ছবি নিয়ে ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন যে সুনিতা উইলিয়ামস কী তাঁর সাথে ক্রিসমাস টুপি এবং অন্যান্য ক্রিসমাস আইটেম নিয়েই মহাকাশে পাড়ি দিয়েছিলেন?
৬ মাস ফ্রি কলিং, ৫০০ জিবি ডেটা, jio-এর গুগলিতে বেসামাল BSNL
সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া বিতর্কের প্রতিক্রিয়ায় কী জানিয়েছে নাসা?
নাসা জানিয়েছে যে ISS-এ পাঠানো মহাকাশচারীরা যাতে ক্রিসমাস সেলিব্রেশন করতে পারেন তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। দিনটিকে বিশেষ করে তুলতে ক্রিসমাসের দিনের সাজ থেকে বিশেষ উপহার খাবার ISS-এ পাঠিয়েছে নাসা। নভেম্বরের শেষের দিকে স্পেসএক্সের মাধ্যমে সেই সকল সরঞ্জাম ISS-এ পাঠানো হয়। উল্লেখ্য সুনিতা এবং বুচের বড়দিন সেলিব্রেশনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
To everyone on Earth, Merry Christmas from our @NASA_Astronauts aboard the International @Space_Station. pic.twitter.com/GoOZjXJYLP
— NASA (@NASA) December 23, 2024
এদিকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফিরে আসার তারিখ ফের পিছিয়ে গিয়েছে। উভয় মহাকাশচারী ২০২৫ সালের মার্চের শেষে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফিরবেন বলে আশা। এর আগে, নাসা জানিয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই মহাকাশচারী পৃথিবীতে ফিরবেন।