Advertisment

Honor 200 Lite: পুজোর আগে বিরাট চমক,108 MP ক্যামেরা সহ লঞ্চ Honor-র 5G স্মার্টফোন, রয়েছে অবাক করা ফিচার্স

Honor 200 Lite: ভারতে লঞ্চ হল 108MP ক্যামেরা, 4500mAh ব্যাটারি সহ Honor 200 Lite, ফোনটিতে 8 GB RAM, 256 GB স্টোরেজ ছাড়াও রয়েছে MediaTek Dimensity 6080 চিপসেট।

author-image
IE Bangla Tech Desk
New Update
Honor 200 Lite

পুজোর আগে বিরাট চমক,108 MP ক্যামেরা সহ লঞ্চ Honor-র 5G স্মার্টফোন, রয়েছে অবাক করা ফিচার্স

Honor 200 Lite: ভারতে লঞ্চ হল 108MP ক্যামেরা, 4500mAh ব্যাটারি সহ Honor 200 Lite, ফোনটিতে 8 GB RAM, 256 GB স্টোরেজ ছাড়াও রয়েছে  MediaTek Dimensity 6080 চিপসেট।  

Advertisment

উৎসবের মরসুমে দুর্দান্ত একটি স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? তাহলে Honor 200 Lite 5G হতে পারে আপনার জন্য সেরা অপশন। নতুন এই স্মার্টফোনে রয়েছে 108 মেগাপিক্সেল রিয়ার মেইন ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে MediaTek Dimensity 6080 চিপসেট এবং 4,500mAh ব্যাটারি রয়েছে। এতে রয়েছে 35W ওয়্যারড চার্জিং সাপোর্ট। ফোনটি Android 14 ভিত্তিক MagicOS 8.0-এ চলে।

এসি মেশিনের প্রয়োজনীয়তা এই সিজনে শেষ! প্যাকিংয়ের আগে 'আসল' জিনিস মাথায় রাখুন

ভারতে Honor 200 Lite 5G দাম, উপলব্ধতা 
ভারতে Honor 200 Lite 5G এর দাম মাত্র 17,999 টাকা । ফোনটি 8 GB RAM এবং 256 GB স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কিনতে পারবেন ক্রেতারা। ফোনটি Honor-এর ওয়েবসাইট এবং Amazon-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে কেনা যাবে। SBI ব্যাঙ্কের গ্রাহকরা এই ফোনের উপর পাবেন তাত্ক্ষণিক 2,000 টাকা ছাড়। অফারের ফলে ফোনটি মাত্র 15,999 টাকায় কেনা যাবে। 

Honor 200 Lite 5G স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য

Honor 200 Lite 5G-তে রয়েছে একটি 6.7-ইঞ্চি ফুল-HD+ (2,412 x 1,080 পিক্সেল) AMOLED ডিসপ্লে যার 2,000nits সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। কোম্পানিটি যে ডিভাইসটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে তাতে MediaTek Dimensity 6080 SoC দেওয়া হয়েছে। ফোনের র‍্যামও কার্যত 8 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি Android 14 ভিত্তিক MagicOS 8.0 এ রান করেন। ফোনের পিছনে একটি 108MP মেইন ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি ওআইএস-এর অ্যাসিন্টেন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে একটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরও । ফোনটির সামনে একটি 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে দেওয়া হয়েছে  4,500mAh ব্যাটারি।

অঝোরে বৃষ্টিতেও 'চাঙ্গা' থাকবে আপনার ইভি, মেনে চলুন এই 'গুরুত্বপূর্ণ' টিপস

কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে  5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.1, OTG, এবং USB Type-C পোর্ট। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। 

honor 5G smartPhone
Advertisment