How Can Check About AC Gas: AC মেশিনের গ্যাস শেষ? রিফিলিংয়ের সময় বুঝবেন কীভাবে? জানুন এই বিশেষ লক্ষণ

How Can Check About AC Gas: গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়ে উঠেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
How Can Check About AC Gas

AC মেশিনের গ্যাস শেষ? রিফিলিংয়ের সময় বুঝবেন কীভাবে? জানুন এই বিশেষ লক্ষণ

How Can Check About AC Gas: গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়ে উঠেছে। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশের মানুষের ভরসা এসি মেশিন। তবে কোন কোম্পানির কত টনের এসি কিনবেন তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে বিভ্রেন্তি। পাশাপাশি অনেকেই জানেন না এসি কেনার পর লুকানো এই খরচ সম্পর্কে। অনেকে আবার এসি মেশিন কেনার পর কীভাবে তার যত্ন নেবেন সেই বিষয়েও অবগত নন। গরম পড়ার আগে এসি সার্ভিস করাটা বিশেষ ভাবে জরুরি। কিন্তু জানেন কী আপনার এসি মেশিনের গ্যাস লিকেজ হচ্ছে কীনা তা আপনি নিজেও চেক করতে পারেন। 

Advertisment

এসির গ্যাস লিকেজের সমস্যা নিয়ে চিন্তিত? গ্যাস শেষ হয়েছে কিনা বুঝবেন কীভাবে? মেকানিকের খরচ বাঁচিয়ে আপনি নিজেই এসি মেশিনের গ্যাস চেক করে নিতে পারেন। এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে বা লিকেজ হয়েছে? মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি তা জেনে নিন।  এসি ব্যবহারের আগে, আপনি নিজেই পরীক্ষা করে নিতে পারেন এসি মেশিনে গ্যাস আছে কিনা। এর জন্য আপনাকে কোনও মেকানিককে ডাকতে হবে না।

কোম্পানি আর বোকা বানাতে পারবে না, জানুন AC ইন্সটলেশনের সঠিক খরচ

আসুন আমরা আপনাকে জানাই কীভাবে আপনি নিজেই এসির গ্যাস পরীক্ষা করে দেখতে পারেন যে এটি শেষ হয়েছে কি না? এর জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।  

Advertisment

এসি চালু করার সময় লক্ষ্য রাখবেন যে কম্প্রেসার বারবার চালু এবং বন্ধ হচ্ছে কিনা। যদি এসির কম্প্রেসার ক্রমাগত চলতে থাকে কিন্তু ঘর ঠান্ডা না হয়, তাহলে তা  এসির গ্যাস লিকেজের লক্ষণ হতে পারে।

পাইপে কি বরফ জমে আছে?

মনে রাখবেন, যদি এসির ইনডোর ইউনিট বা আউটডোর ইউনিটের পাইপে বরফ জমে থাকে, তাহলে তা এসি মেশিনের গ্যাসের ঘাটতির কারণ হতে পারে।

মনে রাখবেন যে যদি এসির বাইরের ইউনিটের চারপাশে তেল জাতীয় কিছু জমে থাকতে দেখা যায়, তাহলে তা এসি মেশিনের গ্যাস লিকের ইঙ্গিত হতে পারে।

যদি এসি চালু করার পরেও এসি মেশিন থেকে শীতল বাতাস না বেরোয় তা গ্যাস লিকেজের লক্ষণ হতে পারে। এছাড়াও, যদি শীতলতার অনুভূতি ধীরে ধীরে কমতে থাকে তবে এটি এসি গ্যাস লিকেজের ইঙ্গিত হতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে, আপনি অনায়াসেই বুঝতে পারবেন এসির গ্যাস লিক হচ্ছে কিনা। 

বছরভর থাকুন সুপারকুল, গরমে এসি চালানো আগে কোন কোন বিষয়ে নজর দেবেন?

Air Conditioner