/indian-express-bangla/media/media_files/2025/05/13/Imbl1rOcHPo15WkQmmMu.jpg)
বাজারে বিরাট সম্ভাবনা, চ্যালেঞ্জও ততটাই বড়! জানেন ভারতের কত বাড়িতে এসি রয়েছে? পরিসংখ্যান অবাক করবেই
Heatwave and air conditioner demand in India : দেশজুড়ে বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে হু হু করে বেড়েই চলেছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা। তবে জানেন কি, এত চাহিদার মধ্যেও দেশের কত বাড়িতে রয়েছে এসি মেশিন? মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে দেশের মাত্র ৭ শতাংশ বাড়িতে রয়েছে এয়ার কন্ডিশনার (এসি)? বাকি ৯৩ শতাংশ পরিবারের ভরসা ফ্যান কিংবা এয়ার কুলার।
দুনিয়া কাঁপানো ভয়ঙ্কর ড্রোন ভারতের হাতে, কীভাবে হামলা, কত এমপি ক্যামেরা? জানুন বিরাট সিক্রেট এই তথ্য
দামের কারণে পিছিয়ে মধ্যবিত্ত পরিবার
একটি সাধারণ এসির দাম যেখানে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা সেখানে একটি কুলার সহজেই পাওয়া যায় ৬,০০০–১০,০০০ টাকার মধ্যেই। ফলে অধিকাংশ মধ্যবিত্ত পরিবার কুলারকেই বেছে নিয়েছেন। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতে ১১,০০০ জনেরও বেশি মানুষ হিটস্ট্রোকে মারা গিয়েছেন। এই পরিসংখ্যান নতুন করে ভাবতে বাধ্য করছে—এসি কি শুধুই 'স্ট্যাটাস সিম্বল', নাকি এখন এসি গরমে এখন অপরিহার্য হয়ে উঠেছে?
অবিশ্বাস্য ছাড়ে বিরাট মুনাফা! বাম্পার ডিসকাউন্ট কিনুন উইন্ডোজ এসির দামে Split AC
স্বল্প আয়েও বাড়ছে এসির চাহিদা
অবাক করা বিষয়, মাসে ৩০,০০০ টাকার মধ্যে যাদের আয় তারাও এখন গরম থেকে রেহাই পেতে এসির উপর ভরসা রাখছেন। অনেক মানুষও আজকাল সহজ কিস্তিতে এসি কিনছেন। বিভিন্ন কোম্পানি এখন EMI ও সহজ ফিনান্সের বিকল্প দিচ্ছে, যার ফলে ক্রয়ক্ষমতা বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যেও। ফলে ধীরে ধীরে দেশের এসি বিক্রি বাড়ছে।
তরতরিয়ে কমল সুদের হার! মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের, সব ছেড়ে আগে পড়ুন এই গুরুত্বপূর্ণ খবরটি
বাজারে বিশাল সম্ভাবনা, চ্যালেঞ্জও ততটাই বড়
গবেষণা বলছে, ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে মাত্র ৭% বাড়িতে এসি থাকা একটি চোখ খুলে দেওয়ার মতো পরিসংখ্যান। ভারতের এসি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। তবে সস্তা, বিদ্যুৎ-সাশ্রয়ী এবং সহজলভ্য মডেল বাজারে না আনলে এই বড় ব্যবধান পূরণ করা মুসকিল।