জিমেল অ্য়াকাউন্ট আছে? জানেন কি, নিজের অ্য়াকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি মাসে আপনার মেল আইডি-র পাসওয়ার্ড বদলানো জরুরি। কমা, আপার কেস লেটার, সংখ্য়া, লোয়ার কেস লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। প্রতিবার যখন বদল করছেন পাসওয়ার্ড, তা যেন একেবারেই আলাদা হয়। আগের পাসওয়ার্ডের সঙ্গে তার যেন কোনও মিল না থাকে, সেটা খেয়াল রাখতে হবে।
মোবাইলে কীভাবে বদলাবেন জিমেলের পাসওয়ার্ড?
*ফোনে জিমেল অ্য়াপ খুলুন। তারপর সেটিংসে গিয়ে আপনার মেল আইডি প্রেস করুন।
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
* ম্য়ানেজ ইওর গুগল অ্য়াকাউন্টে ট্য়াপ করুন।
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
* এরপর সিকিউরিটি সেকশনে যান।
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
* সাইনিং ইন টু গুগল অপশনে গিয়ে পাসওয়ার্ডে ট্য়াপ করুন। এরপর আপনাকে অ্য়াকাউন্ট সাইন ইন করতে বলা হবে।
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
* সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড লাগবে। তারপর ট্য়াপ করে পাসওয়ার্ড বদলান।
আরও পড়ুন: ভারতে ফিরছে PUBG মোবাইল, কীভাবে কাজ করবে এই গেমটি?
ডেস্কটপ থেকে কীভাবে বদলাবেন জিমেল পাসওয়ার্ড?
* আপনার কম্পিউটারে জিমেল খুলুন। তারপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। সার্কুলার আইকনে প্রেস করুন। এরপর ম্য়ানেজ ইওর গুগল অ্য়াকাউন্টে ক্লিক করুন।
* সিকিউরিটি অপশনে গিয়ে গুগলে সাইন ইন করুন।
*পাসওয়ার্ড বাছুন। তারপর সাইন ইন করতে বলা হবে।
* নতুন পাসওয়ার্ড দিন, তারপর পাসওয়ার্ড বদল করুন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন