Advertisment

Aadhaar-Mobile Link: মুহূর্তে বের করুন আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর, কীভাবে? জানুন পদ্ধতি

আপনি যদি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করে থাকেন এবং মনে না থাকেন কোন মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে তাহলে চিন্তার কোন কারণ নেই। কারণ এখন ঘরে বসেই আপনি সহজেই জানতে পারবেন কোন ফোন নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Mobile number linked with aadhar, Mobile number linked with aadhaar, aadhaar, aadhaar card, mobile no, in aadhar, tech news, tech news

মুহূর্তে বের করুন আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর, কীভাবে? জানুন পদ্ধতি

Aadhaar-Mobile Link: বর্তমান সময়ে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠেছে। বেশিরভাগ জায়গায়, পরিচয় যাচাই করতে আধার কার্ড ব্যবহার করা হয়। আপনি যদি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করে থাকেন এবং মনে না থাকেন কোন মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে তাহলে চিন্তার কোন কারণ নেই। কারণ এখন ঘরে বসেই আপনি সহজেই জানতে পারবেন কোন ফোন নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।

Advertisment

স্কুলে ভর্তি হোক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা অথবা চাকরিতে যোগদান আধার কার্ড এখন সব জায়গাতেই গুরুত্বপূর্ন নথি হয়ে উঠেছে। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ঠিক মনে করতে পারি না কোন নম্বরটি আমাদের আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।

আপনি যদি আপনার নম্বর পরিবর্তন করে থাকেন বা কোন মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা আছে তা মনে করতে না পারেন তাহলে টেনশনের কোন কারণ নেই। কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে সহজেই জেনে নিতে পারেন কোন নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে।

আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি খুঁজে পেতে, আপনাকে প্রথমে UIDAI-র ওয়েব সাইটে যেতে হবে। এরপর My Aadhaar অপশনে ক্লিক করতে হবে। My Aadhaar-এ আপনি Aadhaar পরিষেবার বিকল্প পাবেন। এটিতে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনাকে ভেরিফাই ইমেল/মোবাইল নম্বরে ক্লিক করতে হবে। এখন আপনাকে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা পূরণ করতে হবে এবং এন্টার বোতামে ক্লিক করতে হবে। আপনার দেওয়া নম্বরটি যদি আধারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনি তার তথ্য স্ক্রিনে পাবেন।

আরও পড়ুন - < jio: তিন ‘বিস্ফোরক প্ল্যান’ বাজার কাঁপাচ্ছে jio, দেদার ইন্টারনেটের সঙ্গে আরও কত কী…. >

যদি নম্বরটি লিঙ্ক করা থাকে তবে আপনি বার্তা পাবেন যে মোবাইল নম্বরটি আপনি এন্টার করেছেন তা ইতিমধ্যেই আমাদের রেকর্ডের সাথে যাচাই করা হয়েছে। যদি আপনার নম্বরটি আধারের সাথে লিঙ্ক করা না থাকে তবে আপনি বার্তা পাবেন যে মোবাইল নম্বরটি আপনি এন্টার করেছেন তা আমাদের রেকর্ডের সঙ্গে মিলছে না।

Aadhaar Card Tech News mobile
Advertisment