Car Tips and Tricks: গাড়ির মাইলেজ নিয়ে চিন্তিত? মেনে চলুন সহজ কিছু টিপস। কম পেট্রোলে যান আরও বহু দূর!
গাড়ির পারফরম্যান্স মূলত গাড়ির মাইলেজের উপর নির্ভর করে। গাড়ির মাইলেজ বাড়াতে টায়ারের হাওয়ার পরিমাপ সঠিক রাখার পাশাপাশি সময়ে সময়ে গাড়ি সার্ভিসিং করানো একান্ত জরুরি।
গাড়ি মাইলেজের সমস্যার সম্মুখীন হন অধিকাংশ মানুষ। একে জ্বালানির জ্বালায় নাস্তানাবুদ অবস্থা, তার মধ্যে কম মাইলেজ কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। আপনিও কী আপনার গাড়ির মাইলেজ নিয়ে চিন্তিত? গাড়ি চালানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলে সহজেই আপনি পেতে পারেন সর্বাধিক মাইলেজ । তাহলে চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক গাড়ি কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে, যেগুলি মেনে চললে গাড়ির মাইলেজ নিয়ে আর চিন্তা করতে হবে না আপনাকে।
এত ছাড় কল্পনাই করতে পারবেন না, কত দামে পাবেন iphone 15? জানলে চমকে যাবেন
টায়ারের হাওয়া দেখে নিন-
টায়ারের হাওয়া এবং মাইলেজের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। গাড়ির টায়ারে হাওয়া কম-বেশি থাকলে রাস্তার সঙ্গে টায়ারের গ্রিপ ঠিকমতো খাপ খায় না। ফলে মাইলেজ প্রভাবিত হয়। গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি টায়ারে কতটা হাওয়া রাখতে হবে সে সম্পর্কেও গাড়ি কেনার সময় আপনাকে গাইড করে দেয়।কোম্পানির নির্দেশ অনুযায়ী ওই গাড়ির টায়ারের হাওয়া চেক করুন।
একটানা এসি চালানোর কারণে মাইলেজ কমে যায়-
গাড়ির ভিতরে একটানা এসি চালানোর ফলে গাড়ির মাইলেজ প্রায় ৩০ শতাংশ কমে যায়। যখন গাড়ির এসি চালু থাকে, তখন আপনার গাড়ি একই পরিমাণ পেট্রোল বা ডিজেলে যদি 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, সেখানে এসি বন্ধ থাকলে, সেই গাড়িটি একই পরিমাণ জ্বালানিতে 600 থেকে 650 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।
ভুলে যান ৬০০ জিবি! BSNL নিয়ে এল গেম চেঞ্জার প্ল্যান, পান পুরো ৭৯০ জিবি হাইস্পীড ডেটা
সঠিক গিয়ার ব্যবহার করুন-
গাড়ির গিয়ার সঠিকভাবে ব্যবহার করুন। সঠিক ভাবে গাড়ির গিয়ারের ব্যবহার গাড়ির মাইলেজ বাড়াতে সাহায্য করে। হঠাৎ করে হাই স্পিডে গাড়ি নিয়ে যাওয়া এবং তারপর হঠাৎ করে গতি কমিয়ে দেওয়া গাড়ির মাইলেজকে প্রভাবিত করে। আপনি 5th গিয়ারে 80 kmph গতিতে গাড়ি চালান, তাহলে আপনি অনায়াসেই আপনার গাড়িতে ভাল মাইলেজ পাবেন।