Tips to increase ceiling fan speed: ঘরেই বইবে কালবৈশাখী ঝড়! মুহূর্তেই বাড়বে সিলিং ফ্যানের স্পীড, জানুন পদ্ধতি

Ceiling Fan Speed: দাবদাহ কিংবা ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে আম আদমির সবচেয়ে নির্ভরযোগ্য সামগ্রী হল ফ্যান। তবে সিলিং ফ্যান নিয়ে নানা সময়ে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
How to increase ceiling fan speed know secret  Tips

শুধু এই কাজগুলি করে নিন ঝটপট। দেখবেন ফ্যান ঘুরছে ঝড়ের গতিতে।

Ceiling Fan Speed:  ঘরেই বইবে কালবৈশাখী ঝড়! মুহূর্তেই বাড়বে সিলিং ফ্যানের স্পীড, জানুন পদ্ধতি 

Advertisment

Tips to increase ceiling fan speed: দাবদাহ কিংবা ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে আম আদমির সবচেয়ে নির্ভরযোগ্য সামগ্রী হল ফ্যান। তবে সিলিং ফ্যান নিয়ে নানা সময়ে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে ফ্যানের স্পীড কমে যাওয়ার দরুণ গরমের দিনে বাড়ে দুর্ভোগ। তাই এবার থেকে সচেতন হোন। শুধু এই কাজগুলি করে নিন ঝটপট। দেখবেন ফ্যান ঘুরছে ঝড়ের গতিতে।

গরমের হাত থেকে স্বস্তি পেতে আম আদমির সবচেয়ে নির্ভরযোগ্য সামগ্রী হল ফ্যান। তবে এই ফ্যান নিয়ে দুর্ভোগ পোহাতে হয় মাঝেমধ্যেই। হঠাৎ করে ফ্যানের স্পীড কমে যাওয়ায় দাবদাহ কিংবা ভ্যাপসা গরমের কালে বাড়ে সীমাহীন অস্বস্তি। তবে এবার আর চিন্তা নেই। ঝটপট আপনার ফ্যানে করে ফেলুন সামান্য কয়েকটি কাজ। তাহলেই দেখবেন ফ্যানের স্পিড নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। লাট্টুর মতো ঘুরে ঘরেই যেন কালবৈশাখী ঝড় বইয়ে দেবে আপনার ফ্যান।

দিনে ১৩ ঘন্টা AC চালিয়েও অবিশ্বাস্যভাবে কমবে বিদ্যুৎ বিল, জানুন টপ সিক্রেট!

Advertisment

ফ্যানের স্পীড কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল ক্যাপাসিটরটি পুরনো বা দুর্বল হয়ে যাওয়া। তাই গরমকাল আসার আগেই এটি পরীক্ষা করে নিন। প্রয়োজনে ক্যাপাসিটিরটি বদলে নিন। দেখবেন নতুন ফ্যানের মতো ঘুরছে আপনার ফ্যান। তেড়ে হাওয়ায় যেন ঘরের সব কিছু উড়িয়ে নিয়ে যাবে।

এছাড়াও ফ্যান দীর্ঘ দিন ধরে ঘুরতে ঘুরতে অনেক সময় তার নাট-বোল্ট ঢিলা হয়ে যায়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাই সময়ে সময়ে ফ্যানটি সার্ভিস করিয়ে নিলে এই সমস্যায় পড়তে হবে না। ফ্যান ঘুরবে ঝড়ের গতিতে।

ফ্যানে ময়লা জমলেও তার গতি কমে যায়। সিলিং ফ্যান কিংবা অন্য ফ্যান, নির্দিষ্ট সময় অন্তর আপনাকে সেটা পরিস্কার করতেই হবে। তাহলেই দেখবেন ফ্যানে অন্য কোনও যান্ত্রিক ত্রুটি না থাকলে ফ্যানের স্পিড নিয় অন্তত আপনাকে ভাবতে হবে না।

ceiling fan