scorecardresearch

Aadhaar App: হারিয়ে যাওয়ার ভয় নেই, ফোনেই রাখতে পারবেন আধার কার্ড

আপনার আধার কার্ড সংক্রান্ত জাবতীয় আপডেট পাবেন এই অ্যাপে। ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

aadhaar
প্রতীকী ছবি

How to keep Aadhaar in your mobile:

সব সময় নিজের সঙ্গে আধার কার্ড বহন করা সম্ভব নয়। অথচ আজকাল যখন তখন আপনার পরিচয় যাচাইয়ের জন্য কাজে লাগে এই নথি। তাই আধার কার্ডের হার্ড কপির বদলে সফট কপি নিয়ে সঙ্গে চলতে পারেন আপনি। আপনার মুঠোফোনেই এবার রাখতে পারবেন আপনার আধার কার্ড।

UIDAI- একটি  অ্যাপ লঞ্চ করেছে, যার নাম mAadhaar। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। আপনার আধার কার্ড সংক্রান্ত জাবতীয় আপডেট পাবেন এই অ্যাপে। ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার বায়োমেট্রিক ডিটেইলস থাকবে অ্যাপেই।

আরও পড়ুন, কীভাবে ফোনেই রাখবেন আধার কার্ড?

জেনে নিন কী ভাবে ডাউনলোড করবেন ই-আধার কার্ড

প্রথম ধাপ- UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/- যান

দ্বিতীয় ধাপ- ‘Download Aadhaar’লেখা লিঙ্কে ক্লিক করুন অথবা
তৃতীয় ধাপ- ওপরে “Enter your Personal Details”লেখা লিঙ্কের নীচে  “Aadhaar” অপশনে ক্লিক করেন।

চতুর্থ ধাপ- “Regular Aadhaar” লেখা লিঙ্কে ক্লিক করুন, এরপর আধার নম্বর, পুরো নাম, পিন কোডসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে OTP জেনারেট করতে হবে।

শেষ ধাপ- ‘Request OTP’ লেখা লিঙ্কে ক্লিক করুন।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: How to keep your aadhaar in your smartphone