Tips to reduce Electricity Bill: ইদানিং বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সমস্যা ঘরে-ঘরে। বিদ্যুতের বিল হাতে পেয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় আম-আদমির। গ্রামীণ এলাকা হোক কিংবা শহর, ইদানিং বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে অভিযোগের বহর বেড়েই চলেছে। তাহলে কীভাবে কমাবেন বাড়ির ইলেকট্রিক বিল? সেই বিষয়টি নিয়েই একরাশ উদ্বেগের যেন শেষ নেই সাধারণ মানুষের। তবে সামান্য কিছু শর্ত মানলেই এক ধাক্কায় আপনার বাড়ির ইলেকট্রিক বিল বেশ খানিকটা কমিয়ে ফেলতে পারবেন আপনিও। আজকের এই প্রতিবেদনে সেই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল। এবার সহজ কয়েকটি নিয়ম মেনে চললে এক ধাক্কায় বাড়ির বিদ্যুতের বিল বেশ খানিকটা কমিয়ে আনতে পারা যাবে। তবে এক্ষেত্রে প্রথমে বেশ কিছু সতর্কতা নেওয়া জরুরি।
বিদ্যুতের বিল কমানোর টিপস-
ইদানিং বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহার বেড়েছে। অর্থাৎ LED বাল্বের ব্যবহার বেড়েছে গ্রাম-শহরে। এই বাল্বগুলি সাধারণ বাল্বের তুলনায় বিদ্যুৎ সাশ্রয় করে। তাই বাড়িতে এই ধরনের বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব লাগালে আলোও যেমন বেশি পাবেন, তেমনই বিদ্যুৎ খরচও অনেকটাই কম হবে। পাশাপাশি আপনি বাড়িতে ব্যবহার করতে পারেন বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট বাল্ব।
টিভি, কম্পিউটার ব্যবহার না করলে সুইচ থেকে অফ করুন- অনেক সময় দেখা যায় টিভি, কম্পিউটার ব্যবহার না করলেও সেগুলোর সুইচ অন করে রেখে দেন অনেকে। সেক্ষেত্রে ব্যবহার না করলেও শুধুমাত্র সুইচ অন থাকার জন্যও বিদ্যুতের খরচ বাড়তে থাকে। তাই যে সামগ্রীটি ব্যবহার করছেন না, তার সুইচ বোর্ড থেকে পুরোপুরি বন্ধ রাখুন।
AC-র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখুন- অসহ্য গরমের হাত থেকে মুক্তি পেতে অনেক বাড়িতেই এয়ার কন্ডিশনার মেশিন লাগানো থাকে। এসি ব্যবহারে অনেকটা বেড়ে যেতে পারে বিদ্যুৎ খরচ। তাই এসি চালালে মোটামুটি ২৪ ডিগ্রি টেম্পারেচারে চালু রাখা উচিত। এক্ষেত্রে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
পুরনো বৈদ্যুতিন সামগ্রী বদলে ফেলুন- অনেক বাড়িতেই পুরনো পাখা-সহ অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীর ব্যবহার চলে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পুরনো বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহারে বিদ্যুতের খরচ বেশি হয়। তাই বিদ্যুৎ সাশ্রয় করতে পুরনো ইলেকট্রনিক্স সামগ্রী বদলে ফেলুন।
নিয়মিত পরীক্ষা করান বাড়ির মিটার
নির্দিষ্ট সময় অন্তর বাড়ির মিটারটি পরীক্ষা করুন। এক্ষেত্রে যদি আপনি দেখেন যে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ খরচের ইউনিট দেখা যাচ্ছে তাহলেই সতর্ক হোন।
বৈদ্যুতিক সামগ্রীগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন
অনেক ক্ষেত্রেই আপনার রেফ্রিজারেটর, টিভি কিংবা ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক সরঞ্জামগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে এগুলোর কোনও যান্ত্রিক ত্রুটি হলে সেক্ষেত্রে আপনার বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে। সুতরাং বাড়িতে কোনও পুরনো বৈদ্যুতিন সামগ্রী থাকলে সেগুলোকে ভালোভাবে সার্ভিসিং করান।
বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য ব্যবহার করুন
বিদ্যুতের বিল কমানোর সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ হল বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক গ্যাজেটসের ব্যবহার। বাড়ির রেফ্রিজারেটর কিংবা এয়ার কন্ডিশনার মেশিন ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন সামগ্রীগুলির ব্যবহার করুন।
সৌর বিদ্যুৎ ব্যবহারে জোর দিন
সৌর বিদ্যুৎ ব্যবস্থা বাড়িতে আনুন। প্রাথমিকভাবে একটু খরচ বেশি হবে। তবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এই ব্যবস্থা একেবারে উপযুক্ত। এতে করে আপনার বাড়ির বিদ্যুতের বিল অনেক অংশে কমবে। বাড়িতে পাখা, রেফ্রিজারেটর, এসি সবই চালাতে পারবেন এই সৌর বিদ্যুৎ ব্যবহার করেই। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এখনই বাড়ির ছাদে কিংবা অন্যত্র এই সৌর বিদ্যুতের প্যানেল বসানোর ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন।