Advertisment

Electricity bill saving tips : মাত্রাছাড়া গরমে ওষ্ঠাগত প্রাণ? সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল দিন যৎসামান্য

Electricity bill saving tips : আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটি কৌশল সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যাতে এসি ব্যবহার করলেও নামমাত্র বিদ্যুৎ বিল দিতে হবে আপনাকে। সহজ পদ্ধতিতে পকেট বাঁচিয়ে থাকুন আরামে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Air conditioner1

কীভাবে বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন? জানুন পদ্ধতি

Electricity bill saving tips : বেশি বিদ্যুৎ বিলের ভয়ে প্রচণ্ড গরমে এসি ব্যবহার করতে ভয় পাচ্ছেন? সহজ কৌশলে বাঁচবে বিদ্যুতের বিল।  আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটি কৌশল সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যাতে এসি ব্যবহার করলেও নামমাত্র  বিদ্যুৎ বিল দিতে হবে আপনাকে। সহজ পদ্ধতিতে পকেট বাঁচিয়ে থাকুন আরামে। গরমে নাভিশ্বাস উঠছে আমআদমির। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। এর মধ্যে কিছু মানুষ আছেন যারা বিদ্যুৎ বিলের ভয়ে এসি ব্যবহার করতে রীতিমত ভয় পাচ্ছেন। আজ এই প্রতিবেদনে জেনে নিন এমন কতগুলি কৌশল যার ফলে সহজেই বাঁচবে বিদ্যুৎ, কমবে ইলেকট্রিক বিল।

Advertisment

কেন কিনবেন Bajaj Freedom 125? জানুন নতুন CNG বাইকের সেরা পাঁচ বেনিফিট

কীভাবে বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন? জানুন পদ্ধতি 

১- আপনি যদি কম তাপমাত্রায় সেট করে এসি চালান তবে কিছু সময়ের মধ্যে আপনার ঘর ঠান্ডা হয়ে যাবে ঠিকই । কিন্তু এর ফলে বেশি বিদ্যুৎ খরচ হবে আপনার।  এসির তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রির মধ্যে রাখলে একদিকে যেমন ঘরও ঠান্ডা থাকবে তেমনই আপনি সহজেই মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল আসাকে আটকাতে পারেন।

২০০ টাকার কমে ২৮ দিনের বৈধতা, BSNL-কে জোর টক্কর Airtel-এর

২- সারা রাত এসি চলার কারণে বিদ্যুতের বিল খুব বেশি বেড়ে যায়, তবে আপনি যদি টাইমার সেট করে ঘুমান, তবে ঘর ঠান্ডা হওয়ার পরে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে আপনি সহজেই বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন।  

5G স্মার্টফোনে হাজার হাজার ছাড়! Flipkart Big Billion Days-সেলে অফারের বন্যা

৩- আপনাকে অবশ্যই সময়ে সময়ে এসি সার্ভিসিং করতে হবে। এর ফলে এসির দ্রুত ঘর ঠান্ডা করবে। বিদ্যুতের খরচ কম হবে। ৭ থেকে ৮ বছরের পুরনো এসি বদলে ফেলুন।

লাফিয়ে বাড়ছে গ্রাহক সংখ্যা! jio-Airtel-Vi দাম বাড়ায় লক্ষ্মীলাভ BSNL-র

৪- শুধুমাত্র স্টার রেটেড এবং ইনভার্টার এসি ইনস্টল করুন। এতে বিদ্যুতের বিল কমবে এবং বিদ্যুতের খরচও বেশি হবে না। এসি চালানোর সময় রুম বন্ধ করুন। যাতে ঠান্ডা বেরিয়ে যেতে না পারে।

air conditioner machine Air Conditioner
Advertisment