অ্যাপেলকে হারিয়ে দু নম্বরে হুয়াওয়ে, নেই শাওমির নাম

Huawei largest smartphone vendor: হুয়াওয়ের ফোন কিনবেন কিনা দোনোমনো করেছেন ?  জানেন কি, গোটা বিশ্বে হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনরের চাহিদা নিয়ে এইমূহুর্তে  গ্যাজেট ওয়ার্ল্ড সরগরম।

Huawei largest smartphone vendor: হুয়াওয়ের ফোন কিনবেন কিনা দোনোমনো করেছেন ?  জানেন কি, গোটা বিশ্বে হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনরের চাহিদা নিয়ে এইমূহুর্তে  গ্যাজেট ওয়ার্ল্ড সরগরম।

author-image
IE Bangla Web Desk
New Update
huawei-main-11

ভাঁজ করা স্ক্রিনে হুয়াওয়ে প্রথম

Huawei second largest smartphone vendor: হুয়াওয়ের ফোন কিনবেন কিনা দোনোমনো করেছেন ? জানেন কি, গোটা বিশ্বে হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনরের চাহিদা নিয়ে এইমূহুর্তে  গ্যাজেট ওয়ার্ল্ড সরগরম। কয়েকদিন আগে বাজারে লঞ্চ করেছিল এই কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন P20। যা কোম্পানিকে পৌছে দিয়েছে দ্বিতীয় স্থানে। দৌড়ে পিছিয়ে পড়েছে অ্যাপেল। অথচ হুবহু আইফোন টেনের আদলেই বানানো হয়েছে  P20 এর ডিসপ্লে। মোবাইলের মার্কেট বিশ্লেষক সংস্থা ক্যানালিস জানিয়েছে, হুয়াওয়ে কোম্পানির বছর বছর ৪১ শতাংশ করে বেড়েছে রপ্তানির হার। উল্লেখ্য, সমীক্ষায় বিশ্বজোড়া সেরা তিনে নাম নেই শাওমির।

Advertisment

আরও পড়ুন: তাক লাগানো স্ক্রিন আনতে চলেছে হুয়াওয়ে

Huawei world’s second largest smartphone vendor

Advertisment

 Huawei Largest smartphone vendor Huawei Largest smartphone vendor: পিছনে ফেলে এগিয়ে গেল হুয়াওয়ে

তবে শীর্ষ স্মার্টফোন বিক্রেতার জায়গা থেকে একচুল সরেনি স্যামসাং। ৭৩ মিলিয়ান শিপমেন্ট করেছে এই বছর কোম্পানি। এই প্রতিযোগিতায় ৪১ মিলিয়ন শিপমেন্ট করে পিছিয়ে পরেছে অ্যাপেল সংস্থা। ক্যানালিসের বিশ্লেষক মো জিয়া বলেন,"গত ছ মাস ধরে হুয়াওয়ে -র কৌশল যে হারে বদলেছে তা চোখে পড়ার মত। চিনের বাজারে বড় আকার ধারণ করলেও বৈদেশিক বাজারে ততটা জনপ্রিয় হতে পারে নি হুয়াওয়ে। গত বছর ২৪ শতাংশ, এবছর শেষ হতে না হতেই ৩৬ শতাংশ বাজার করেছে।"

আরও পড়ুন : এবার আইফোন টেন, স্যামসাং এস নাইনের সঙ্গে পাল্লা দিতে ফোন আনছে হুয়াওয়ে

বিশ্লেষক তরুণ পাঠক জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে  একচেটিয়া বাজের করতে সক্ষম  এই ব্র্যান্ড। দীর্ঘ সাত বছর পর সেরার তালিকার অন্যথা ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এশিয়া ও ইউরোপের বাজারে অংশ নেওয়ার জন্য হুয়াওয়েকে কিন্তু বেগ পেতে হবে।
হুয়াওয়ে এর সাব ব্র্যান্ড হনর এবং নোভা ব্যবসার গতিকে বাড়িয়ে দিয়েছে। স্পষ্টতই, কাঁধের কাছে নিশ্বাস ফেলছে এই চিনা কোম্পানি। যা স্যামসাংয়ের কাছে উদ্বেগের বিষয়, কিন্তু অন্যদিকে অ্যাপলকেও সতর্কবার্তা দিল এই সমীক্ষা।

Huawei